দিল্লির সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাঁকুড়া সারদামনি মহিলা মহাবিদ্যাপীঠের ছাত্রী সুদেষ্ণা

মৃত্যুঞ্জয় লোক্ষণ, বাঁকুড়া

গর্বের পালক বাঁকুড়া জিলা সারদামনি মহিলা মহাবিদ্যাপীঠের মুকুটে। রাজধানী দিল্লিতে এবারের ৭৪ তম সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাঁকুড়া জেলা থেকে অংশগ্রহণ করলো সারদামনি কলেজের ছাত্রী সুদেষ্ণা কুন্ডু।

প্রসঙ্গত সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে একমাত্র সিভিলিয়ান কন্টিজেন হিসাবে অংশগ্রহণ করে থাকে এনএসএস বা জাতীয় সেবা প্রকল্প। এবার বাংলা থেকে ওই দলে সুযোগ পেয়েছেন ৮ জন। তাঁরা ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে দিল্লির রাজপথে অংশ নেন। রাজ্যের ৮ জন প্রতিনিধির মধ্যে বাঁকুড়া জেলা থেকে ছিলেন সারদামনি মহিলা মহাবিদ্যাপীঠের ছাত্রী সুদেষ্ণা কুন্ডু।

১৯৭৩ সাল থেকে পথচলা শুরু সারদামনি মহিলা মহাবিদ্যাপীঠের। চলতি বছর ৫০ বছরে পদার্পন করতে চলেছে বাঁকুড়া জেলার অন্যতম এই মহিলা কলেজ।

আরও পড়ুন- আমি বাংলাকে ভালোবাসি: বাংলায় ‘হাতেখড়ি’ রাজ্যপালের, মালায়ালামে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

 

Previous articleউদ্বোধন হলো বাংলার প্রথম স্মার্ট বিন
Next articleHero ISL : ৪-২ গোলে গোয়ার কাছে হার , চূড়ান্ত হতাশ লাল হলুদ সমর্থকেরা