Monday, August 25, 2025

শ্যামপুর-কাণ্ডে ধৃত তিন বিজেপির ‘মদতপুষ্ট’, অভিযোগ তৃণমূলের

Date:

শ্যামপুর-কাণ্ডে ধৃত তিনজনেরই বিজেপি মদতপুষ্ট। অভিযোগ তৃণমূল কংগ্রেসের। স্থানীয় তৃণমূল (TMC) নেতা ও হাওড়া জেলা পরিষদ কর্মাধ্যক্ষ শ্রীধর মণ্ডলের (Shridhar Mandol) দাবি, “ধৃত তিনজনই বিজেপির সঙ্গে যুক্ত। আর তিনজনই আদপে দুষ্কৃতী। তাদের বিভিন্নভাবে ব্যবহার করত বিজেপি (BJP)। আমরা ওদের কঠোর শাস্তির দাবি জানিয়েছি।”

নিহতের বাড়িতে গিয়ে তাঁর পরিবারকে সমবেদনা জানিয়েছেন শ্রীধর। নিগৃহীতা ছাত্রী ও তার মাকে সবরকমের সাহায্যেরও আশ্বাসও দেন। এই ঘটনার পুনর্নির্মাণ করতে গেলে বুধবার কয়েকজন মহিলা ইটপাটকেল ছোড়েন বলে অভিযোগ। বৃহস্পতিবারও কিছু লোক ধৃতদের ছিনিয়ে নিতে চেষ্টা করে। নিহতের পরিবার জানিয়েছে, “প্রশাসনের ওপর তাঁদের ভরসা আছে। এই ঘটনা নিয়ে তাঁরা কোনও রাজনীতি চান না। অভিযুক্তদের কঠোর শাস্তি চান।”

টিউশন পড়ে ফেরা মেয়ের শ্লীলতাহানি ঠেকাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়ে মারা যান শ্যামপুর নস্করপুরের বাসিন্দা। পুলিশ তিন অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে। শ্যামপুর-কাণ্ডে ধৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সমবায়মন্ত্রী অরূপ রায়। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী অরূপ রায় (Arup Ray) জানান, “অবিলম্বে ধৃতদের কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা পুলিশকে বলব”। এর পাশাপাশি পাড়ায় পাড়ায় মহিলাদের নিরাপত্তা ব্যবস্থা আরও সুনিশ্চিত করতে এলাকার যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।

আরও পড়ুন- কুন্তল-তাপসের সঙ্গে সম্পর্ক কী? ফের শান্তনুকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ ইডির

 

 

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version