Sunday, May 4, 2025

সিঙ্গাপুরে INA স্মারকে শ্রদ্ধার্ঘ্য, সাধারণতন্ত্র দিবসে নেতাজি-রাসবিহারীদের স্মরণ কুণালের

Date:

সিঙ্গাপুরে (Singapore) নেতাজি সুভাষ চন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose), রাসবিহারী বসুর (Rashbihari Basu) স্মৃতি বিজড়িত আইএনএ (INA) স্মারকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। বৃহস্পতিবার সাধারণতন্ত্র দিবস (Repiblic Day)। আর এই বিশেষ দিনে সিঙ্গাপুরের (Singapore) এসপ্ল্যানেড পার্কের (Esplanade Park) আইএনএ মনুমেন্টে নেতাজি, রাসবিহারী বসুদের শ্রদ্ধা জানালেন কুণাল। তিনি দেশনায়কদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ১৯৪২ সালে রাসবিহারী বসুর হাত ধরে সিঙ্গাপুর ও পার্শ্ববর্তী এলাকায় জন্ম আইএনএ-র। এরপর ১৯৪৩ সালে আইএনএ-র দায়িত্ব নেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। এরপর লম্বা যুদ্ধের ইতিহাস। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে জাপানের পতন হয় এবং জাপানের উপর নির্ভরশীল আইএনএ বিপর্যস্ত হয়ে পড়ে।

এরপরই নেতাজি আইএনএ ভেঙে দেওয়ার কথা ঘোষণা করে বলেন, ব্রিটিশ সেনাদের অনুপ্রবেশের আগে একটি স্মারক তৈরি করা হবে। এরপর নেতাজি নিজেই স্মারকের শিলান্যাস করেন। তবে লর্ড মাউন্টব্যাটেনের বাহিনী সেটিকে ভেঙে চুরমার করে দেয়। এরপর ১৯৯৫ সালে সিঙ্গাপুর সরকার আইএনএ-র স্মারক এসপ্ল্যানেড পার্কে তৈরি করে দেন। একটি কর্মসূচিতে যোগ দিতে বিশেষ আমন্ত্রণে সিঙ্গাপুর গিয়েছেন কুণাল ঘোষ। আর আশ্চর্যজনকভাবে ২৬ জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিন তিনি সেখানে রয়েছেন।

কিন্তু ২৬ জানুয়ারি, বিশেষ দিনে তিনি সিঙ্গাপুর শহরে রয়েছেন কিন্তু নেতাজি সুভাষ চন্দ্র বসু, রাসবিহারী বসুদের সম্মান জানাবেন না তা সত্যিই একপ্রকার অসম্ভব। তাই কর্মব্যস্ততার মাঝেও বৃষ্টিকে উপেক্ষা করেই বৃহস্পতিবার সকালে সিঙ্গাপুরের এসপ্ল্যানেড পার্কে পৌঁছে যান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। আইএনএ-র স্মারকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তিনি আশেপাশের এলাকা পরিদর্শন করেন এবং অনেকটা সময় কাটান।

 

 

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version