Saturday, November 15, 2025

যোশিমঠের ছবি এবার নৈনিতাল, হৃষীকেশে! ফাটল আতঙ্কে তটস্থ বাসিন্দারা

Date:

তলিয়ে যাচ্ছে হিমালয়ের কোলে অবস্থিত পাহাড়ি জনপদ যোশিমঠ(Yoshi Math)। তবে শুধু যোশিমঠ নয় ঝুঁকির মুখে গোটা উত্তরাখণ্ড(Uttarakhand)। যোশিমঠের পর এবার উত্তরাখণ্ডের নানান জায়গায় দেখা যেতে শুরু করেছে ফাটল। কোথাও জাতীয় সড়কে আবার কোথাও বাড়িঘরে ফাটল দেখা দিচ্ছে। সবমিলিয়ে ভিটেমাটি ছাড়া বাসিন্দারা আতঙ্কের প্রহর গুনছেন। এই ছবি দেখা যাচ্ছে কর্ণপ্রয়াগ, উত্তরকাশী, নৈনিতাল, হৃষীকেশ, মুসৌরিতে। ফলে উদ্বেগ ক্রমশ বাড়ছে।

জোশীমঠ (Joshimath) থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে কর্ণপ্রয়াগ। সেখানেও বেশ কয়েকটি বাড়িতে বড় ফাটল তৈরি হয়েছে। হৃষীকেশ-কর্ণপ্রয়াগ রেললাইন তৈরির কাজ এবং রাস্তার কাজ চলছে। চারধাম যাত্রা আরও সহজ করতে সরকারের তরফে নেওয়া হয়েছে এই উদ্যোগ। চলছে নির্মাণকাজ। স্থানীয় বাসিন্দাদের দাবি এই নির্মাণকাজের জেরেই ঝুকি বাড়ছে এখানকার মানুষের। নৈনিতাল ও মুসৌরিতেও কিছু বাড়িতে ফাটল ধরেছে বলে জানা গেছে। নৈনিতালের মতো পিথোরাগড় জেলাও বিপদের মুখে। সেখানেও ভূমিধসের ঘটনা ঘটেছে। বিশেষত, মুন্সিয়ারি, ধারচুলায় একাধিক ধসের ঘটনা প্রকাশ্যে এসেছে।

ভূতত্ত্ববিদদের মতে, মাটির ধারণক্ষমতা কত যা যথাযথ ভাবে যাচাই না করেই ব্যাপকভাবে ভারী নির্মাণকার্য চালানো হয়েছে এইসব এলাকায়। যে কারণেই এই বিপদ ঘটছে। তেহরি গাড়ওয়াল, মুসৌরির ল্যান্ডৌর বাজার, নৈনিতালের লোয়ার মল রোড এবং রুদ্রপ্রয়াগের অগস্ত্যমুনি ব্লকের ঢালীমঠ বস্তি এবং গুপ্তকাশী শহরেরও মাটি বসে যেতে বসেছে। বাড়িঘর, দোকানপাটে ফাটল দেখা দিয়েছে। সবমিলিয়ে আসন্ন বিপদের আশঙ্কা তটস্থ সেখানকার বাসিন্দারা।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version