Thursday, August 28, 2025

বর্ষসেরা মহিলা ক্রিকেটারের পুরস্কার পেলেন ইংল্যান্ডের অলরাউন্ডার ন্যাট সিভার

Date:

বর্ষসেরা মহিলা ক্রিকেটারের পুরস্কার জিতলেন ইংল্যান্ডের অলরাউন্ডার ন্যাট সিভার। তাঁকে ‘রাসেল হেইহো ফ্লিন্ট’ ট্রফি তথা বর্ষসেরা মহিলা ক্রিকেটার হিসেবে ঘোষণা করেছে আইসিসি। সিভার পেছনে ফেলেছেন ভারতের স্মৃতি মান্দানা, নিউজিল্যান্ডের আমেলিয়া কের ও অস্ট্রেলিয়ার বেথ মুনিকে। ২০২২ সালে ৩৩ আন্তর্জাতিক ম্যাচে এক হাজার ৩৪৬ রান করেছেন সিভার, পাশাপাশি শিকার করেছেন ২২টি উইকেট।
বর্ষসেরা হয়ে উচ্ছ্বসিত সিভার বলেছে, ‘আমি আমার ফর্ম নিয়ে সত্যিই খুশি। এটা ভেবেই অবাক লাগছে যে গত বছরে বিশ্বকাপ ছিল। আর বিশ্বকাপে দুটি সেঞ্চুরি করা আমার কেরিয়ারের অন্যতম সফলতা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচের ইনিংসটিও ছিল অসাধারণ।’
বর্ষসেরার পুরষ্কার পাওয়া ন্যাট সিভার বলেছেন, ‘আমি আমার ফর্ম নিয়ে সত্যিই খুশি। এই পুরস্কার আমাকে আরও বেশি দায়িত্ব দিল। কখনও পুরস্কারের কথা ভেবে খেলিনি। গত বছর অনুষ্ঠিত হওয়া আইসিসি নারি বিশ্বকাপে ৩য় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সিভার। তার পারফরম্যান্সে ভর করে ইংল্যান্ড উঠেছিল বিশ্বকাপের ফাইনালে। ফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়ান বিপক্ষে ব্যাট হাতে নিজের সামর্থ প্রমাণ করেন। ১২১ বলে খেলেছিলেন অপরাজিত ১৪৮ রানের ঝলমলে ইনিংস।
টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন অপরাজিত ১৬৯ রানের ইনিংস। ওয়ানডে ক্রিকেটে তিনি প্রায় ৬০ গড়ে এবং ৯১.৪৩ স্ট্রাইক রেটে ২০২২ সালে ৮৩৩ রান করেছিলেন। এছাড়া বল হাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৯ রান দিয়ে ক্যারিয়ার সেরা ৪ উইকেট নিয়েছিলেন।

 

Related articles

জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় সেনার সঙ্গে গুলির লড়াই, মৃত ২ জঙ্গি!

বৃহস্পতির সকাল থেকেই ভূস্বর্গে সেনা-জঙ্গির লড়াই। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতেই বান্দিপোরায় দুই জঙ্গিকে খতম করল...

TMCP-র প্রতিষ্ঠা দিবসের জাতীয়তাবাদী অভিনন্দন মমতার, নতুন সংকল্পে এগিয়ে যাওয়ার আহ্বান অভিষেকের 

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP Foundation Day)। গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত অনুষ্ঠানে সকাল থেকেই ভিড় করতে...

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...
Exit mobile version