অস্ট্রেলিয়ান ওপেনে মহিলা সিঙ্গেলসের নতুন চ্যাম্পিয়ন পেল টেনিস বিশ্ব। মহিলা সিঙ্গেলসে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা। এদিন ফাইনালে তিনি হারালেন এলেনা রাইবাকিনাকে। ম্যাচের ফলাফল ৪-৬, ৬-৩, ৬-৪।

Queen of Melbourne 👑#AusOpen • #AO2023 pic.twitter.com/GZzseuGcCQ
— #AusOpen (@AustralianOpen) January 28, 2023
ম্যাচে এদিন শুরুটা ভালো করেন রাইবাকিনা। আরিনা রাইবাকিনা ম্যাচের প্রথম সেট ৬-৪ জিতেছিলেন। কিন্তু সাবালেঙ্কা দ্বিতীয় সেট থেকে ঘুরে দাঁড়ান। দ্বিতীয় সেট ৬-৩ জিতে সাবালেঙ্কা। তৃতীয় সেটও জিতে নেন তিনি। শেষ পর্যন্ত সাবালেঙ্কা ২ ঘন্টা ২৮ মিনিটে ম্যাচটি জিতে নেন। খেলার ফল ছিল ৪-৬, ৬-৩, ৬-৪। শেষ সেট জিততে কঠোর পরিশ্রম করতে হয়েছে ৫ম বাছাই খেলোয়াড়কে।

এই প্রথম অস্ট্রেলিয়ান ওপেন জেতেন সাবালেঙ্কা। এটাই তাঁর প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়। এর আগে কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল খেলেননি সাবালেঙ্কা। ফরাসি ওপেন এবং ইউএস ওপেনের সেমিফাইনালে খেলেছিলেন গত বছর।
