Wednesday, December 3, 2025

আলিপুর জেলের অনুকরণে প্রতিটি সংশোধনাগারের ইতিহাস তুলে ধরার উদ্যোগ রাজ্যের

Date:

Share post:

রাজ্যের প্রতিটি সংশোধনাগারের (Correctional Home) ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরার বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের (Government of West Bengal)। এবার আলিপুর (Alipore) জেলের অনুকরণে রাজ্যের বিভিন্ন জেলে বন্দি থাকা বিপ্লবীদের জীবনকাহিনী, একাধিক নথিপত্র ও দলিল একত্রিত করে তা সংরক্ষণ করা হবে বলে সিদ্ধান্ত রাজ্যের কারা দফতরের (Prison Department)। কারা দফতর সূত্রে খবর ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলে বিপ্লবীদের তালিকা খুঁজে বার করার কাজ শুরু হয়ে গিয়েছে। তাঁদের জীবনকাহিনী এবার তুলে ধরা হবে জেল চত্বরের বিশেষ সংগ্রহশালায়। পাশাপাশি যে সব সেলে তাঁরা বন্দি ছিলেন সেখানে তাঁদের নামাঙ্কিত ফলকও লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি নথিপত্র সংরক্ষণে বিশেষজ্ঞদের সহযোগিতাও নেওয়া হচ্ছে।

কারা দফতর জানিয়েছে, ইংরেজ আমলে বহু স্বাধীনতা সংগ্রামীকে নানা সময় রাজ্যের বিভিন্ন জেলে কাটাতে হয়েছে।‌ ফলে তাঁদের অনেকেরই জীবনকাহিনী লোকচক্ষুর আড়ালে রয়ে গিয়েছে। পাশাপাশি বহু বিপ্লবীকেই দুঃসহ যন্ত্রণার মধ্যে বিভিন্ন সংশোধনাগারের ক্ষুদ্র সেলে কাটাতে হয়েছে। আর সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের নানা মূল্যবান নথি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন জেলের রেকর্ড রুমে। যা এক কথায় অমূল্য সম্পদ। ওই সমস্ত নথির মধ্যে রয়েছে জেল থেকে আদালতে নিয়ে যাওয়া সমন, রেজিস্টার্ড বুক, হাজিরা খাতা, পিওন খাতা, পরোয়ানার নথি, বিভিন্ন বিপ্লবীদের ফটোগ্রাফ প্রভৃতি। ওই সমস্ত জিনিসপত্রকে একত্রিত করে বিভিন্ন জেলে তা সংরক্ষণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে ওই সমস্ত নথিপত্র যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়টি মাথায় রেখে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যে সমস্ত জেলে স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি হয়েছে, সেই সমস্ত বিপ্লবীদের ফাঁসি সংক্রান্ত নানা নথিপত্র, আদালতের আদেশের নথিপত্র, ফাঁসি কাঠ সহ সেই সমস্ত বীর সেনানীদের সেলগুলোও  সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে কোনও অনুষ্ঠানে বিশিষ্টরা মিউজিয়াম দেখতে এলে যাতে জানতে পারেন, ওই সংশোধনাগারে কোন কোন স্বাধীনতা সংগ্রামী বন্দি অবস্থায় কাটিয়ে ছিলেন এবং কোন বিপ্লবীকে  ফাঁসি কাঠে প্রাণ দিতে হয়েছিল।

 

 

spot_img

Related articles

জেলা সফরে বহরমপুরে মুখ্যমন্ত্রী: বুধের সভার জন্য প্রস্তুত মালদহের গাজোল

মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠক শেষেই জেলা সফরে মুখ্যমন্ত্রী। পৌঁছে যান মুর্শিদাবাদে বহরমপুরে। বুধবার সকালে  তিনি হেলিকপ্টারে করে উড়ে...

নিভৃতে… খাদ্যহীন! যার জন্য দেশে সূ্ত্রপাত ‘নারী আন্দোলনে’র, সেই ‘মথুরা’ই দুরবস্থায় মহারাষ্ট্রে

সেই সালটা ১৯৭২। এখন ২০২৫। মাঝে পেরিয়েছে ৫৩ বছর। এর মধ্যে তাঁকে ভুলেই গিয়েছে গোটা দেশ। হঠাৎ মনে...

বুধেই ভাগ্য নির্ধারণ! বাংলাদেশে বসে ফেরার অপেক্ষায় অন্তঃসত্ত্বা সোনালি

বাংলাদেশে নির্দোষ প্রমাণিত হয়েছেন। ফলে জেলমুক্তি ঘটেছে। কিন্তু নিজের দেশে, নিজের ঘরে ফেরা কবে? আজও জানেন না বীরভূমের...

প্রশাসনিক গতি ফেরাতে যাদবপুরে দুই মাসের অস্থায়ী রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার শূন্য থাকার কারণে বিঘ্নিত হচ্ছিল। কর্মসমিতির বৈঠক হলেও রেজিস্ট্রার অনুপস্থিত থাকায়...