Saturday, December 20, 2025

সানিয়াকে নিয়ে শোয়েবের আবেগঘন টুইট !

Date:

Share post:

কেরিয়ারের শেষ গ্র্যান্ডস্ল্যামের সমাপ্তিটা মধুর হয়নি সানিয়া মির্জার। অস্ট্রেলিয়ান ওপেনের মিক্স ডাবলসের ফাইনালে হেরে গিয়েছেন সানিয়া মির্জা ও রোহান বোপান্না জুটি। গ্র্যান্ডস্ল্যামে সানিয়া শেষ ম্যাচ খেলার পর থেকেই দেশ-বিদেশ জুড়ে একাধিক বার্তা পেয়েছেন। কিন্তু স্বামী শোয়েবের বার্তা পেলেন ১০ ঘণ্টা পর। শুক্রবার সন্ধ্যায় সানিয়াকে শুভেচ্ছা জানান পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে ব্যস্ত শোয়েব শুক্রবার সন্ধে ৭.১৭ মিনিটে টুইট করলেন স্ত্রীকে উদ্দেশ্য করে। দিয়েছেন আবেগঘন শুভেচ্ছাবার্তা।টুইটে শোয়েব লিখেছেন, ‘খেলাধুলোর জগতে সব মহিলাদের কাছেই তুমি আশার প্রতীক ছিলে। গোটা টেনিসজীবনে যা যা অর্জন করেছ, তার জন্য অত্যন্ত গর্বিত। তুমি অনেকের কাছে অনুপ্রেরণা। এ ভাবেই শক্তিশালী হয়ে আগামী দিনে এগিয়ে যাও। অবিশ্বাস্য টেনিসজীবনের জন্যে অনেক শুভেচ্ছা।’
অস্ট্রেলিয়ান ওপেনের মিক্স ডাবলসের ফাইনালে হারের পর আবেগ আর ধরে রাখতে পারেননি। কেননা এটিই গ্র্যান্ডস্ল্যাম কেরিয়ারে তার শেষ ম্যাচ ছিল। তাই কেরিয়ারের কথা বলতে গিয়ে চোখে জল এসে যায় ৩৬ বছর বয়সী এই টেনিস তারকার। ম্যাচ শেষে সানিয়া বলেন, ‘আমার পেশাদার কেরিয়ারের শুরুটা এখানে মেলবোর্নেই হয়েছিল। ১৮ বছর বয়সে সেরেনা উইলিয়ামসের বিরুদ্ধে গ্র্যান্ডস্ল্যামের তৃতীয় রাউন্ডে কোর্টে নেমেছিলাম। অবিশ্বাস্য মনে হলেও, তারপর ১৮ বছর কেটে গিয়েছে। এখানে আমি বহু ফাইনাল খেলেছি এবং বেশ কয়েকটি টুর্নামেন্ট জিতেওছি। বছরের পর বছর আপনাদের সামনে খেলার সৌভাগ্য হয়েছে আমার। রড লেভার এরিনাটা আমার কাছে খুবই স্পেশাল। শেষটা করার জন্য এর থেকে ভাল জায়গা হয় না। আপনাদের সমর্থনের জন্য অনেক অনেক ধন্যবাদ।’
তিনি বলেন, আমি কাঁদছি। এটি আসলে খুশির অশ্রু। চোখের এই জল দুঃখের নয়। চাইলে আরও গোটা দুয়েক প্রতিযোগিতা খেলতেই পারতাম।গ্র্যান্ডস্ল্যাম কেরিয়ার শেষ করার জন্য এর থেকে ভালো জায়গা আমার কাছে নেই।
২০০৫ সালে গ্র্যান্ডস্ল্যাম কেরিয়ার শুরু হয় সানিয়ার। ব্যক্তিগতভাবে না হলেও জুটি বেধে জিতেছেন একের পর এক শিরোপা। নারীদের দ্বৈত বিভাগে একটি করে অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন শিরোপা আছে তার। মিশ্র দ্বৈত বিভাগে উইম্বলডন ছাড়া বাকি সব গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন একবার করে। আগামী ফেব্রুয়ারিতে দুবাইয়ে অনুষ্ঠিত হবে ডব্লিউটিএ টুর্নামেন্ট। সেখানেই শেষবারের মতো র‌্যাকেট হাতে নেবেন তিনি।

 

spot_img

Related articles

SIR-এ বিপদে পড়া মানুষদের জন্য একটি শব্দ নেই! মোদির বৈঠকে কটাক্ষ তৃণমূলের

মতুয়া গড়ে এসআইআরে বাদ মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাম। সেই পরিস্থিতিতে রানাঘাটের মানুষের জন্য কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী...

প্রধানমন্ত্রীর সভায় এসে ট্রেনের ধাক্কায় মৃত ৪: সামান্য উল্লেখ মোদির ভাষণে!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় লোক ভরাতে আশেপাশে সব জেলা থেকে লোক জোগাড় করতে হয়েছে বিজেপিকে। কারণ মতুয়া গড়...

হার্দিকের ছক্কায় আহত ক্যামেরাম্যান, চিত্রগ্রাহকের কাছে ছুটে গেলেন ক্রিকেটার নিজেই

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (Ind vs SA T 20 series)৩-১ জিতেছে ভারত। শনিবার গুজরাটের আহমেদাবাদে...

চাকরির পরীক্ষা দেওয়ার ব্যবস্থার নেই বিজেপির ওড়িশায়! রানওয়েতে পরীক্ষার্থীরা

মাত্র ৮ হাজার পরীক্ষার্থীর জন্য পরীক্ষাকেন্দ্র জোগাড় করারও ক্ষমতা নেই মোহন মাঝি পরিচালিত ওড়িশার। ১৮৭টি চুক্তিভিত্তিক পোস্টের জন্য...