রমরমিয়ে রেকর্ড ব্যবসা করল ‘ পাঠান ‘, চার দিনে চারশো কোটির ম্যাজিক বক্স অফিসে !

সিদ্ধার্থ আনন্দ ( Siddharth Anand) পরিচালিত অ্যাকশন-থ্রিলার মাত্র চার দিনেই ভারতীর ছবির ভাঁড়ারে এনেছে ২০০ কোটি। সারা বিশ্বের ব্যবসার নিরিখে এই সিনেমার ব্যবসা প্রায় ৪০০ কোটির কিছু বেশি।

সরস্বতী পুজোর (Saraswati Puja) আগের দিন দেশজুড়ে মুক্তি পেয়েছে কিং খানের কাম ব্যাক ছবি ‘পাঠান’ (Pathan)। অগ্রিম বুকিং থেকেই রেকর্ড তৈরি করা শুরু হয়েছিল যা চার দিন পরেও একই ভাবে রয়ে গেছে। বিত*র্ককে সঙ্গী করেই পাঠান মুক্তি পাবার পর থেকেই অজস্র রেকর্ডের বন্যা। এবার চার দিনে, ৪০০ কোটি রোজগার করে বলিউডের (Bollywood) ঝিমিয়ে পড়া বক্স অফিসকে চাঙ্গা করলেন বলিউড বাদশা শাহরুখ খান (Shahrukh Khan)।

দক্ষিণী সিনেমার দাপটে ক্রমশ গুরুত্বহীন হয়ে পড়ছিল বলিউড। বিভিন্ন জায়গায় এই নিয়ে লেখালেখিও শুরু হয়ে যায়। ঠিক সেই সময় দাঁড়িয়ে মুক্তি পেল শাহরুখ খান , দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম অভিনীত ‘পাঠান’ । সিদ্ধার্থ আনন্দ ( Siddharth Anand) পরিচালিত অ্যাকশন-থ্রিলার মাত্র চার দিনেই ভারতীর ছবির ভাঁড়ারে এনেছে ২০০ কোটি। সারা বিশ্বের ব্যবসার নিরিখে এই সিনেমার ব্যবসা প্রায় ৪০০ কোটির কিছু বেশি। এখানেই শেষ নয় ‘বাহুবলী ২’, এবং ‘কেজিএফ ২’-এর হিন্দি ডাবড ভার্সনকেও ব্যবসার নিরিখে টেক্কা দিয়েছে ‘পাঠান’। বয়স প্রায় ৬০-এর দোরগোড়ায়, তবুও তিনিই যে আসল কিং সেটাই প্রমাণ করলেন শাহরুখ খান। পাঠানের রেকর্ড ব্যবসার জেরে এবার সম্পত্তি বাড়তে চলেছে স্বয়ং বাদশারও।

Previous article‘ওরা যেন ভয়ডরহীনভাবে ক্রিকেট খেলে’, টিম ইন্ডিয়াকে পরামর্শ মহারাজের
Next articleকলকাতাগামী বিমানে পাখির ধাক্কা! অল্পের জন্য বড়সড় দুর্ঘট*না থেকে রক্ষা