Saturday, December 20, 2025

আজ কিউইদের বিরুদ্ধে দ্বিতীয় ম‍্যাচে নামছে ভারত, সিরিজে সমতা ফেরানো লক্ষ‍্য হার্দিকের

Date:

Share post:

আজ লখনউয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল। ইতিমধ্যেই প্রথম ম‍্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে কিউইরা। দ্বিতীয় ম‍্যাচ জিতে সিরিজ সমতা ফেরাতে মরিয়া টিম ইন্ডিয়া।

হাওয়া অফিসের পূর্বাভাস বলছে সোমবার লখনউয়ে বৃষ্টি হবে। হার্দিক পান্ডিয়ারা এতে স্বস্তি পাচ্ছেন। যেহেতু রবিবাসরীয় সন্ধ্যায় শহরে বৃষ্টি তো হওয়ার কথাই নেই, তার উপর তাপমাত্রাও থাকবে ১৪-১৫ ডিগ্রির কাছাকাছি। আর তাঁরা দ্বিতীয় টি-২০ ম্যাচটা খেলে নেবেন এই রবিবারই।

এমনিতে একানা স্টেডিয়ামের উইকেটে সিমাররা সুবিধা পান। তার উপর ঠান্ডায় অর্শদীপ, উমরানরা কিউইদের আরও মুশকিলে ফেলতে পারেন। তার থেকেও বড় কথা হল, এই উইকেট রাঁচির মতো নিউজিল্যান্ড স্পিনারদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে না। নিজেদের হাতে কুলদীপ, চ‍্যাহাল, ওয়াশিংটন সুন্দরের মতো স্পিনার থাকলেও ভারতকে এখন স্পিন বাঁচিয়ে চলতে হচ্ছে।

রাঁচিতে ২১ রানে ম্যাচ হেরে ভারত এখন কঠিন জায়গায়। এখানে জিতলে সিরিজে ভেসে থাকা যাবে। নাহলে নিউজিল্যান্ডের হাতে সিরিজ ছেড়ে দিতে হবে। যাঁরা একদিনের সিরিজ ৩-০-তে হেরেছে। হার্দিক রাঁচি ম্যাচের পর বলেছেন, তাঁরা ওখানে উইকেট দেখে অবাক হয়েছেন। ভাবেননি বল এতটা টার্ন করবে। তবে এটাও মেনে নিয়েছেন যে, তাঁরা নিউজিল্যান্ডকে বাড়তি রান দিয়েছেন। নিউজিল্যান্ড ১৫৫/৯ থেকে ১৭৬ পর্যন্ত চলে গিয়েছিল। এটাই পরে কাল হল।

প্রথম ম্যাচে ভারতের টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ হয়েছে। ঈশান, শুভমন রান পাননি। ওয়াশিংটন দুটি উইকেট নেওয়ার পর ৫০ রান করেছেন। তবে সূর্য ৪৭ রান না করলে ভারতের হারের ব্যবধান আরও বাড়ত। হার্দিকও ২১ রান করেছেন। এই দু’জন আউট হয়ে যাওয়ার পর ভারতের জয়ের আশা দ্রুত বিলীন হয়ে যায়। হার্দিকের দলের জন্য মুশকিল হয়েছে এটাই যে, তেমন ভাল পার্টনারশিপ হয়নি। যেটা কিউইদের ক্ষেত্রে হয়েছে। হার্দিক পরে বলেছেন, তাঁর আর সূর্যর পার্টনারশিপের সময় মনে হয়েছিল ম্যাচটা তাঁরাই জিতবেন। কিন্তু নিউজিল্যান্ড গোটা পঁচিশ রান বেশি করে ফেলেছিল! এর আগে ডেভন কনওয়ে ও ডারিল মিচেলের জোড়া হাফ সেঞ্চুরি নিউজিল্যান্ডকে বড় রানে পৌঁছে দিয়েছিল। এরপর স্যান্টনার ও ব্রেসওয়েল দুটি করে উইকেট নিয়ে ভারতকে হারের দিকে ঠেলে দেন।

৫০ হাজার লোক ধরে লখনউয়ের এই স্টেডিয়ামে। এখানে মোট ৫টি টি-২০ ম্যাচ হয়েছে। ভারত দুটি ম্যাচ খেলে দুটিতেই জিতেছে। পরিসংখ্যান বলছে এই মাঠে ভারতের সাফল্যের হার শতকরা একশো শতাংশ। আজ মাঠে নামার আগে এটাই মনোবল বাড়াবে হার্দিকের দলের। নবাবের শহরে না জিতলে রক্ষে নেই তাঁর দলের।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

spot_img

Related articles

পদ্মাপাড়ে হিংসার আগুনে ঝলসে মৃত বিএনপি নেতার ৭ বছরের কন্যা, দীপু-খুনে ধৃত ৭

দ্বেষের আগুনে জ্বলছে বাংলাদেশ! বাইরে থেকে তালা বন্ধ করে আগুন লাগিয়ে দেওয়া হল বিএনপি নেতার বাড়িতে। শুক্রবার রাতের...

মোদির মুখে ‘অনুপ্রবেশকারী’: SIR-এর উল্লেখ করে তালিকা প্রকাশের চ্যালেঞ্জ তৃণমূলের

নির্বাচনের আগে সীমান্ত জেলায় ভার্চুয়াল সভায় ফের একবার অনুপ্রবেশ অস্ত্রে শান দেওয়ার চেষ্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তাহেরপুরে মোদির...

শিক্ষকই যখন ছাত্র! বিশ্বমানের ট্রেনিংয়ে আরও দক্ষ জর্জ টেলিগ্রাফের শিক্ষকরা

এক হাতে চক-ডাস্টার, অন্য হাতে গ্লোবাল স্কিল! বদলে যাওয়া সময়ের সঙ্গে পাল্লা দিতে এবার নিজেদের পুরোপুরি ‘আপগ্রেড’ করে...

উচ্চমানের চিকিৎসা পরিষেবা সবার অধিকার: #Sebaashray2 শিবির ঘুরে রোগী ও চিকিৎসকদের বার্তা অভিষেকের

উচ্চমানের চিকিৎসা পরিষেবা সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে নিজের সংসদীয় এলাকায় ‘সেবাশ্রয়’ (Sebaashray) চালু করেছিলেন তৃণমূলের (TMC)...