Thursday, August 21, 2025

নিজের ওয়ার্ডের মহিলাকেই ‘সপাটে চড়’! কাউন্সিলরের ‘দাদাগিরিতে’ মুখ পুড়ল বিজেপির  

Date:

‘বিচার’ করতে গিয়ে নিজের ওয়ার্ডেরই এক মহিলাকে সজোরে চর মারলেন বিজেপি কাউন্সিলর (BJP Councillor)। আর কাউন্সিলরের চড় মারার ঘটনায় রীতিমতো উত্তপ্ত পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের (Kharagpur) ৩১ নম্বর ওয়ার্ড। আর ঘটনা প্রকাশ্যে আসতেই খড়গপুর জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। জানা গিয়েছে, অভিযুক্ত বিজেপি কাউন্সিলরের নাম মমতা দাস (Mamata Das)। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকায় দ্বিবেদী ও পটুয়া পরিবারের মধ্যে প্রথমে বচসা বাধে। তা থেকেই গণ্ডগোলের সূত্রপাত।

এদিকে হাতাহাতির খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কাউন্সিলর। অভিযোগ, নিরপেক্ষ না থেকে তাঁর ঘনিষ্ঠ পরিবারের পক্ষ নেন কাউন্সিলর। আর তারপরেই তিনি নিজে চড়াও হন অন্য পরিবারের সদস্যদের ওপর। চড় থেকে শুরু করে মারধর চলতে থাকে সবকিছুই। আক্রান্ত পরিবার খড়গপুর টাউন থানায় ইতিমধ্যে কাউন্সিলরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, দলের কাউন্সিলরের এমন কাণ্ডে প্রবল অস্বস্তিতে পড়েছে খড়গপুর বিজেপি নেতৃত্ব। তবে ঘটনার কড়া সমালোচনা করে তৃণমূল কংগ্রেসের পাল্টা অভিযোগ, মারধর করাই বিজেপির সংস্কৃতি। দলের কাউন্সিলর নিজের ওয়ার্ডের নাগরিকের সঙ্গে এমন করতে পারেন, সেই দল বাংলার ক্ষমতায় এলে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হবে।

 

 

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...
Exit mobile version