আগুয়েরো চান, মেসি ২০২৬ বিশ্বকাপ খেলুন, আদৌ সম্ভব?

৩৫ বছর বয়সী মেসি কি আরেকটি বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ঝাঁপাবেন?

লিওনেল মেসি কি ২০২৬ বিশ্বকাপ খেলবেন? ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর থেকেই এই প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠেছে! ৩৫ বছর বয়সী মেসি কি আরেকটি বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ঝাঁপাবেন? যতই প্রশ্ন ঘোরাফেরা করুক না কেন, স্বয়ং মেসি কি বলেছেন জেনে নিন।

কাতারেই শেষ বিশ্বকাপ খেলবেন—টুর্নামেন্ট শুরুর আগেই বলেছিলেন মেসি। ১৮ ডিসেম্বর ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর মেসি বলেন, বিশ্বকাপ ফাইনালই আর্জেন্টিনার জার্সিতে তাঁর শেষ ম্যাচ নয়। তিনি ‘বিশ্বকাপ চ্যাম্পিয়ন’ হিসেবে দেশের হয়ে আরও কিছু ম্যাচ খেলতে চান। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি তো জোর দিয়েই বলেছেন, মেসি আর্জেন্টিনার জার্সিতে শুধু খেলেই যাবেন না, ২০২৬ সালে পরের বিশ্বকাপেও খেলবেন আশা করেন।

২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। বিশ্বকাপের আগে অবশ্য আর্জেন্টিনাকে আরও একটি টুর্নামেন্টে ‘শিরোপাজয়ী’ হিসেবে খেলতে নামতে হব, আর সেটি হল কোপা আমেরিকা। সেটি অনুষ্ঠিত হবে ২০২৪ সালে।

মেসি যদি কোপা খেলেন, তখন তাঁর বয়স হবে ৩৭। ২০২৬ বিশ্বকাপে তাঁকে খেলতে হবে ৩৯ বছর বয়সে। তবে মেসির দীর্ঘদিনের সতীর্থ সের্হিও আগুয়েরোর মতে, মেসি যদি শারীরিকভাবে ফিট থাকেন, চোট থেকে নিজেকে দূরে রাখতে পারেন, তাহলে ২০২৬ বিশ্বকাপে তিনি খেলতেই পারেন।
আগুয়েরোর মত, আরও একটি বিশ্বকাপ খেলতে মেসিকে একটু পরিকল্পনা করে এগোতে হবে। কী বলছেন আগুয়েরো? তার বক্তব্য, ‘যদি মেসি একটা নির্দিষ্ট রুটিন অনুযায়ী চলেন, তাহলে খুব সহজেই ২০২৬ বিশ্বকাপ খেলতে পারবেন। পুরো বিষয়টা নিয়ে সুন্দর করে পরিকল্পনা সাজাতে হবে। মানসিকতাটা কেমন হবে, বিষয়টি নির্ভর করছে তার ওপরই। এখনো তিন বছর বাকি।
তাই বিশ্বের তামাম ফুটবলপ্রেমীদের প্রত্যাশা পূরণ হবে কিনা তা সময়ই বলবে।

 

Previous articleবিনিয়োগের প্রত্যাশা নিয়ে শেষ হল ‘গ্লোবাল ট্রেড এক্সপো ২০২৩’
Next articleওড়িশার স্বাস্থ্যমন্ত্রীর মৃ*ত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা, শোকপ্রকাশ মোদি-মমতার