প্রয়াত সাংবাদিক অশোকতরু চক্রবর্তী

প্রয়াত সাংবাদিক অশোকতরু চক্রবর্তী। রবিবার রাতে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে বেলঘরিয়ার ভাড়া বাড়িতে তিনি প্রয়াত হন। বয়স হয়েছিল ৬৭ বছর। তিন দশকের বেশি সময় আকাশবাণীর সংবাদদাতা হিসাবে কাজ করেছেন। অধুনালুপ্ত ভারত কথা কাগজে সাংবাদিকতা জীবনের শুরু। এছাড়া বহু পত্রপত্রিকায় লেখালেখির সুবাদে তিনি বিশিষ্ট মহলে সুপরিচিত ছিলেন। কবি, সুলেখক, চলচ্চিত্রকার হিসাবেও অশোকতরু সুপরিচিত নাম ছিলেন। দীর্ঘদিন যুক্ত কলকাতা প্রেস ক্লাবের সঙ্গেও। ২০১৩ সালে তাঁর তৈরি ‘ঢেঁড়া’ তথ্যচিত্রটি, দর্শক, সমালোচকদের কাছে প্রশংসা কুড়িয়েছে। ২০১৩-এ বি এফ জে এ পুরস্কার পায় ছবিটি। প্রেস ক্লাবের সঙ্গে তাঁর ছিল সুদীর্ঘ সম্পর্ক। সোমবার বিকেলে অশোকতরুর অন্তিম ইচ্ছে অনুযায়ী তাঁর দেহ দান করা হয়। পরিবার ও সহকর্মীদের উপস্থিতিতে মরদেহ কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজের চিকিৎসকদের হাতে তুলে দেওয়া হয়। সুরসিক ও সদাহাস্য এই সাংবাদিকের প্রয়াণে কলকাতার সংবাদ জগতে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন- বীরভূমে তৃণমূলের কোর কমিটিতে আরও ৩ জনকে জুড়লেন মমতা, কারা পেলেন জায়গা

Previous articleবীরভূমে তৃণমূলের কোর কমিটিতে আরও ৩ জনকে জুড়লেন মমতা, কারা পেলেন জায়গা
Next articleকলকাতা লিগে না খেলার জন‍্য আইএফএ-এর কাছে দুঃখপ্রকাশ করল এটিকে মোহনবাগান