Saturday, November 8, 2025

ডাইনি অপবাদ শুনেছেন মা, বিশ্বজয় করে মাকে গর্বিত করলেন অর্চনা

Date:

Share post:

রবিবার আইসিসি অনুর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। আর এই জয়ের অন্যতম কান্ডারি হলেন অফ স্পিনার অর্চনা দেবী। ফাইনালে গ্রেস স্ক্রিভেন্স ও নিয়াম হল্যান্ডকে আউট করে ভারতের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন অর্চনা। আর তার এমন উত্তরণের পিছনে বড় ভূমিকা রয়েছে মা সাবিত্রী দেবীর। কিন্তু একটা সময় অর্চনার মাকে শুনতে হয়েছে কটূক্তি। সাবিত্রীকে দেওয়া হয়েছে ডাইনি অপবাদ। আর রবিবার সেই অপবাদ থেকে যেন মুক্ত করলেন অর্চনা।

২০০৮ সালে ক্যানসারে স্বামীকে। ২০১৭ সালে সাপের ছোবলে ছেলেকে হারান সাবিত্রী। আর এর জেরে গ্রামে সাবিত্রী দেবীকে ‘ডাইনি’ অপবাদ দিয়েছিল গ্রামবাসীরা। একা মেয়ে অর্চনাকে নিয়ে থাকতেন সাবিত্রী। উত্তরপ্রদেশের উন্নাওয়ের প্রত্যন্ত গ্রাম রাতাই পূর্বাতে থাকতেন তারা। গ্রাম থেকে ১৫-২০ কিমি দূরে গঞ্জ মোরাদাবাদে মেয়েকে স্কুলে ভর্তি করান সাবিত্রী। কিন্তু মেয়ের ক্রিকেটের প্রতি ভালোবাসাকে অবহেলা করেননি সাবিত্রী। যদিও এটির জন্য আরও অনেক অপবাদ শুনতে হয়েছে তাদের।

এই নিয়ে সাবিত্রী দেবী এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেন, “মেয়েকে বেচে দিল। মেয়েকে ব্যবসায় নামিয়ে নিল। এই ধরণের কথা আমার মুখের উপর বলত সবাই।”

পরিস্থিতি পাল্টাছে। মেয়ে ভারতীয় দলে খেলে। তাইতো রবিবার ফাইনালে জয়ের পর সাবিত্রী দেবী বলেন,” আমার বাড়ি এখন অতিথিতে ভর্তি থাকে। সকলকে বসতে দেওয়ার জায়গা নেই আমার। যে প্রতিবেশীরা আমার বাড়িতে এক গ্লাস জল খেত না, তারা আমাকে কাজে সাহায্য করছে।”

অর্চনার আরেক দাদা রোহিত কুমার বলেন, “মাকে প্রতিবেশীরা ডাইনি বলত। বলত বাবাকে খেয়েছে, ছেলেকে খেয়েছে। অপয়া মনে করত। মাকে দেখে রাস্তা পাল্টে নিত। আমাদের বাড়িটাকে ডাইনি বাড়ি বলত।”

ডাইনি অপবাদের জন্য যে বাড়ির জলস্পর্শও করত না গ্রামবাসীরা, আজ বিশ্বজয়ের পর সেই বাড়িতেই মানুষ ভিড় করেছেন। প্রায় ২০-২৫ জন মানুষের জন্য আজ নিজের হাতে খাবার তৈরি করছেন রত্নগর্ভা সাবিত্রী।

আরও পড়ুন:বিশ্বচ‍্যাম্পিয়ন শেফালিদের শুভেচ্ছা বার্তা সৌরভ-বিরাট-স্মৃতিদের

 

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...