প্রার্থনা চলাকালীন মসজিদে ভয়াবহ বিস্ফোরণ! পাকিস্তানে মৃত অন্তত ১৭, জখম ৮০

প্রার্থনা চলাকালীন পাকিস্তানের(Pakistan) পেশোয়ারে(Peshoar) ভয়াবহ জঙ্গি হামলা(Terror Attack)। যার জেরে মৃত্যু হল অন্তত ১৭ জনের মৃতের(Death) সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি এই ঘটনায় আহত হয়েছেন কম করে ৮০ জন। বিস্ফোরণে ভেঙে পড়েছে মসজিদের(Mosque) একাংশ। ধ্বংসস্তুপের নিজে আরও বহু মানুষ চাপা পড়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে পেশোয়ারের পুলিশ লাইন এলাকায় একটি মসজিদে প্রার্থনার সময় ওই বিস্ফোরণ ঘটে। ঘটনার সময় মসজিদে ভিড় করেছিলেন বহু নাগরিক। এই ঘটনায় কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। আহত হয়েছেন অন্তত ৮০ জন। পেশোয়ারের পুলিশ প্রধান মহম্মদ ইজাজ খান সংবাদ সংস্থা এএফপি-কে জানিয়েছেন, সোমবার দুপুর ১টা ৪০ মিনিট নাগাদ নমাজের চলাকালীন মসজিদে বিস্ফোরণ হয়। খবর পেয়ে মসজিদে পৌঁছেছেন স্থানীয় পুলিশ আধিকারিকেরা। শুরু হয়েছে উদ্ধারকাজ। আহতদের উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয়েছে পেশোয়ারের এক হাসপাতালে। উদ্ধার হয়েছে বহু মানুষের মৃতদেহ। পুলিশের তরফে জানানো হয়েছে, “বিস্ফোরণের জেরে মসজিদের একাংশ ভেঙে পড়েছে। তার নীচে অনেকেই চাপা পড়েছেন বলে মনে করা হচ্ছে।”

Previous articleবলি কাঁপিয়ে এবার হলিউড জয় পাঠানের, ৫ দিনে আয় ৫০০ কোটি !
Next articleবিশ্বচ‍্যাম্পিয়ন শেফালিদের শুভেচ্ছা বার্তা সৌরভ-বিরাট-স্মৃতিদের