বলি কাঁপিয়ে এবার হলিউড জয় পাঠানের, ৫ দিনে আয় ৫০০ কোটি !

দেশের বাইরে মোট ১০০টি দেশে মুক্তি পেয়েছে এই ছবি। শুধুমাত্র আমেরিকাতেই ৬৯৪টি সিনেমা হলে 'পাঠান' মুক্তি পেয়েছে। আয়ের গড় হিসাবে হলিউডকেও টেক্কা দিচ্ছেন শাহরুখ।

দাপিয়ে ব্যাটিং কিং খানের (King Khan),প্রায় সাড়ে ৪ বছর পর মাঠে নেমে সেঞ্চুরির পর সেঞ্চুরি হাঁকিয়ে চলেছেন। দেশের দর্শকের মন জয় করে বিদেশের মাটিতেও ‘পাঠান’রাজ ! যশরাজ ফিল্মসের (YashRaj Films) হাত ধরে বড় পর্দায় শাহরুখ খানের (Shahrukh Khan)রাজকীয় প্রত্যাবর্তনের সাক্ষী বলিউড (Bollywood)। এবার ভারতীয় ছবির (Bollywood Movie)সাফল্য ডানা মেলল আমেরিকাতেও। ৫ দিনে ৫০০ কোটির রেকর্ড গড়ে ফেলল শাহরুখ খানের ‘পাঠান’ (Pathan)।

২৫ জানুয়ারি ২০২৩ তারিখে মুক্তি পায় বহু প্রতীক্ষিত ‘পাঠান’। প্রথম ৪ দিনেই দেশের বাজারে হাফ সেঞ্চুরি করেছিল ‘পাঠান’। মুক্তির প্রথম উইকেন্ডে ৫০ কোটির গণ্ডি পেরিয়ে এই ছবি রবিবার দেশে প্রায় ৭০ কোটি টাকার ব্যবসা করেছে। সারা বিশ্বে এই ছবির মোট রোজগার শনিবার পর্যন্ত ছিল ৪২৯ কোটি টাকা। রবিবার এক লাফে ৫০০ কোটির গণ্ডি ছাড়িয়ে গিয়েছে ‘পাঠান’। ভারতে এই ছবি সাড়ে ৫ হাজার স্ক্রিনে দেখান হচ্ছে। বিদেশে ২৫০০ স্ক্রিন দখল করেছে পাঠান। দেশের বাইরে মোট ১০০টি দেশে মুক্তি পেয়েছে এই ছবি। শুধুমাত্র আমেরিকাতেই ৬৯৪টি সিনেমা হলে ‘পাঠান’ মুক্তি পেয়েছে। আয়ের গড় হিসাবে হলিউডকেও টেক্কা দিচ্ছেন শাহরুখ।

কিং খানের কামব্যাক ছবি হিসেবে ‘ পাঠান’ নিয়ে উন্মাদনার পারদ আগেই চড়েছিল। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের চতুর্থ ছবি এটি। এই ছবিতে স্পাই এজেন্টের ভূমিকায় দেখা গিয়েছে শাহরুখকে। ছবির ভিলেন জন আব্রাহাম,যিনি নিজের স্মার্ট স্ক্রিন প্রেজেন্সের গ্ল্যামারে সমানে টক্কর দিয়েছেন হিরোকে।

আড়াই ঘণ্টার টান টান অ্যাকশন প্রধান ছবিটিতে নিজের অ্যাকশন স্কিলে মাত করেছেন দীপিকা পাডুকোন (Deepika Padukone)। ভারতীয় বাজারে ‘পাঠান’ (Pathan) সবচেয়ে দ্রুত আড়াইশো কোটি রোজগারের গণ্ডি পেরিয়েছে।

ফিল্ম সমালোচকদের মতে যেভাবে এগোচ্ছে ‘পাঠান’ (Pathan)তাতে এই মুহূর্তে হলিউডের ৩টি ছবি সামনে রয়েছে। ‘অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার’ (Avatar: The Way of Water),’পুস ইন দ্য বুটস: দ্য লাস্ট উইশ’ (‘Puss in the Boots: The Last Wish’)এবং ‘এ ম্যান কলড ওটো’। উত্তর আমেরিকার ৬৯৪টি সিনেমা হলে সাম্প্রতিক কালে মুক্তিপ্রাপ্ত যে কোনও ছবির তুলনায় বলিউড বাদশার এই ছবির গড় সবচেয়ে বেশি।

এখন ঠিক কোথায় গিয়ে থামে ‘পাঠান’ – এর রেকর্ড সেটাই দেখার অপেক্ষায় শাহরুখ ফ্যানেরা।

Previous articleমোদির তথ্যচিত্র সম্প্রচারে ‘না’ কেন্দ্রের! আগামী সোমবার জনস্বার্থ মামলার সুপ্রিম শুনানি
Next articleপ্রার্থনা চলাকালীন মসজিদে ভয়াবহ বিস্ফোরণ! পাকিস্তানে মৃত অন্তত ১৭, জখম ৮০