Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

১) একদিনের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজও জয় ভারতের। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তৃতীয় টি-২০ ম‍্যাচে কিউইদের ১৬৮ রানে হারাল হার্দিক পান্ডিয়ার দল। এই জয়ের ফলে সিরিজের ফলাফল ২-১।

২) আইসিসি অনুর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন ভারতীয় দলকে সংবর্ধনা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারত-নিউজিল‍্যান্ড ম‍্যাচের আগে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শেফালি ভর্মাদের হাতে পাঁচ কোটি টাকার চেক তুলে দেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর।

 

৩) বুধবার সিএবি-র তরফে ঘোষণা করা হয়েছে, তিতাস, রিচা এবং হৃষিতাকে ১০ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হবে। তবে রিচা যেহেতু শহরে থাকছেন না। তাই সিএবি তিনজনকে পরে সংবর্ধনা দেবে।

৪) সামনেই অস্ট্রেলিয়া সিরিজ। তার আগে চিন্তার ভাঁজ ভারতীয় শিবিরে। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে নেই শ্রেয়স আইয়র। এমনটাই জানালেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির এক আধিকারিক।

৫) প্রয়াত প্রাক্তন ফুটবলার পরিমল দে। মঙ্গলবার রাত ১২:১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। ১৯৭০ সালে আইএফএ শিল্ড ফাইনালে ইরানের পাস ক্লাবের বিরুদ্ধে অন্তিম মুহুর্তে গোল করে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করেন পরিমল।

আরও পড়ুন:তিতাস-হৃষিতা-রিচা ঘোষকে ১০ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার ঘোষণা সিএবি’র

 

Previous articleবাগনানে বি*ধ্বংসী আ*গুন! পুড়ে ছাই বহু দোকান
Next articleবিবাহবার্ষিকীতেও আলাদা থাকবেন নীল-তৃণা! তবে কী তাঁদের সম্পর্কে সত্যিই ছেদ পড়তে চলেছে?