Sunday, May 4, 2025

রাজ্যসভায় শেষের সারিতে প্রাক্তন প্রধানমন্ত্রী, মনমোহন সিংয়ের আসন বদল নিয়ে জল্পনা

Date:

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। রাজ্যসভায় (Rajya Sabha) মনমোহন সিংয়ের (Manmohan Singh) আসন পিছিয়ে দেওয়া নিয়ে ইতিমধ্যেই কংগ্রেসের (Congress) দিকে আঙুল তুলছেন অনেকেই। জাতীয় কংগ্রেসের তরফে বৃহস্পতিবার রাজ্যসভার আসনে রদবদল করার বিষয়টি জানিয়ে দেওয়া হয়। জানা যাচ্ছে শুধুই যে প্রাক্তন প্রধানমন্ত্রীর আসন পেছনের সারিতে সরিয়ে দেওয়া হয়েছে এমনটাই নয় , পাশাপাশি সামনের সারিতে বসবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) বসবেন বলে নিশ্চিত করা হয়েছে।

শুধু কংগ্রেসই নয় বিজেপির তরফ থেকেও একাধিক নেতৃত্বের আসন রদবদল করা হয়েছে বলে রাজ্যসভা সূত্রে খবর। কেন হঠাৎ পিছনের সারিতে পাঠিয়ে দেওয়া হল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আসন? এই বিষয়ে জল্পনা শুরু হতেই জাতীয় কংগ্রেসের তরফ থেকে জানান হয় যে বয়স জনিত সমস্যার কারণে হুইলচেয়ার ছাড়া খুব একটা চলাফেরা করতে পারেন না প্রাক্তন প্রধানমন্ত্রী। ৯০ বছর বয়স হয়েছে মনমোহন সিংয়ের, রাজ্যসভার সামনের সারি পর্যন্ত নিজের হুইলচেয়ার নিয়ে এগিয়ে আসা খুবই অসুবিধাজনক। এই সব ভাবনা থেকেই এই আসন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাধিক বিরোধী দলের প্রতিনিধিদেরও রাজ্যসভায় সামনের সারিতে আসন দেওয়া হয়েছে। প্রথম সারিতে বসবেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও ব্রায়েন। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশও সামনের সারিতে থাকবেন বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত ২০১৯ সাল থেকে রাজ্যসভার সাংসদ হিসাবে আছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছিলেন তিনি। এবার তাঁর আসন বদলের সঙ্গে রাজনীতির কোনও যোগাযোগ নেই বলেই জানান হয়েছে কংগ্রেসের তরফে।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version