Wednesday, January 14, 2026

বিজেপির সঙ্গে যুক্ত তাপস মণ্ডল, বি*স্ফোরক দাবি কুন্তলের

Date:

Share post:

বিজেপির সঙ্গে যুক্ত তাপস মণ্ডল। শুক্রবার সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে এমনই বিস্ফোরক দাবি করলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার যুবনেতা কুন্তল ঘোষ । তিনি আরও বলেন, আদালতে এই বিষয়ে সব বলব।শুক্রবার কুন্তলের ইডি  হেফাজতের মেয়াদ শেষ হয়। সাই কারণে তাঁকে ফের আদালতে হাজির করানো হয়। আদালতে হাজিরার আগে সিজিও কমপ্লেক্স থেকে মেডিক্যাল চেক আপের জন্য তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে  যাওয়ার মানিক ঘনিষ্ঠ তাপসের বিরুদ্ধে এই অভিযোগ করেন কুন্তল।এদিন তাকে ১৭ফেব্রুয়ারি পর্যন্ত ফের জেল হেফাজত দিয়েছে আদালত।

কী বলেছেন কুন্তল ? শুক্রবার কুন্তল বলেন, তাপস মণ্ডল কীভাবে বিজেপির সঙ্গে যুক্ত রয়েছেন, দেখে নিন। কোর্টে যা বলার বলব। তিনি আরও বলেন, এটা বিজেপির ষড়যন্ত্র।  অনেক কিছু বলার আছে, সব কোর্টে বলব।

শুধু মাত্র নিজের তিনটি বেসরকারি প্রাইভেট টিচার্স ট্রেনিং কলেজ নয়, রাজ্যের এমন ১৫টির বেশি কলেজের সঙ্গে যোগ আছে কুন্তল ঘোষের, ইডি সূত্রে এমনই দাবি করা হয়েছে। এবার ইডির নজরে এই সকল বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজের কর্মকর্তারাও।ইডির দাবি, তদন্তে নেমে কুন্তল ঘোষের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া নথিপত্রের মধ্যেই মিলেছে ট্রাস্টের ডিড।  ইতিমধ্যে নিজেদের হেফাজতে থাকাকালীন কুন্তলকে জেরা করে বেশকিছু তথ্য সামনে এসেছে বলে দাবি ইডির। শুধুমাত্র নিয়োগ কেলেঙ্কারি নয়, এই সব বেসরকারি প্রাইভেট টিচার্স ট্রেনিং কলেজে ছাত্র ভর্তির ক্ষেত্রেও অনিয়মের হদিশ পাওয়া গিয়েছে। অফলাইন রেজিস্ট্রেশন বাবদ ছাত্র ভর্তি পিছু আর্থিক লেনদেনের অভিযোগ আছে। সেক্ষেত্রে কুন্তল বা তার ঘনিষ্ঠরা কতটা লাভবান হয়েছিলেন, তা তদন্ত করে বার করতে চাইছে ইডি।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করেছে হুগলির দাপুটে যুব নেতা কুন্তল ঘোষকে। তাঁর বিরুদ্ধে টাকার বিনিময়ে চাকরি দেওয়া সংক্রান্ত অভিযোগ রয়েছে। এমনকী কুন্তল ঘোষ ও তাপস মণ্ডলকে একসঙ্গে বসিয়ে জেরা করা হয়েছে।

 

spot_img

Related articles

বাংলাদেশে নির্বাচন-গণভোট চায় না আওয়ামী লিগ! আটকানোর রূপরেখা নির্ধারণে নেতৃত্ব

২০২৪-এর আগাস্টের পর থেকে তদারকি সরকার চলছে বাংলাদেশে (Bangladesh)। সেই সরকারের প্রধান মহম্মদ ইউনূস দায়িত্ব নিয়ে বলেছিলেন ৩...

অপরিকল্পিত SIR-এর কুশীলব সীমা খান্নাকে আবেদন বাংলার কন্যার! পোস্ট অরূপের

একটি ফেসবুক পোস্ট, একটি আবেদন। বাংলার বহু মানুষের মনের কথা। এসআইআর(SIR) পর্বে যে হয়রানি চলছে বাংলাজুড়ে, সে কথাই...

SIR হিয়ারিং উদ্দেশ্যপ্রণোদিত, শুনানিতে হাজির হয়ে প্রবীণদের ছাড় দেওয়ার দাবি দেবের

লজিকাল ডিস্ক্রিপেন্সির নামে এসআইআর হিয়ারিং-এ কেন ডাকা হচ্ছে, কেন হয়রান করা হচ্ছে সেটা কি কেউ বুঝতে পারছে না,...

উৎসবমুখর দেশবাসী, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

  একদিকে মকর সংক্রান্তি, অন্যদিকে পোঙ্গল, সাথে জুটি বেঁধেছে মাঘ বিহু, সবমিলিয়ে বিবিধের মাঝে যেন মহামিলন! এই উপলক্ষে বাংলার...