Thursday, November 6, 2025

২৪ ঘণ্টাও কাটল না! সুপ্রিম চাপে ৫ বিচারপতি নিয়োগের চূড়ান্ত সময়সীমা জানাল কেন্দ্র

Date:

শুক্রবারই নাম না করে কেন্দ্রীয় সরকারকে (Central Government) তীব্র আক্রমণ শানিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। সাফ জানিয়ে দেওয়া হয়েছিল কারও আক্রমণে বিব্রত নয় দেশের শীর্ষ আদালত। আর তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই বেশ কিছুটা বেকায়দায় পড়ে শনিবার সকালেই কেন্দ্র জানিয়ে দিল নতুন ৫ বিচারপতিকে খুব শীঘ্রই পেতে চলেছে সুপ্রিম কোর্ট। ইতিমধ্যে কেন্দ্রের তরফে অ্যাটর্নি জেনারেল (Attorney General) শীর্ষ আদালতের কাছে হাইকোর্টের ৩ প্রধান বিচারপতি সহ অন্য ২ বিচারপতির নাম জানিয়েছে।

তবে বিচারপতি সঞ্জয় কিষেণ কৌল এবং বিচারপতি এএস ওকার ডিভিশন বেঞ্চে শুক্রবার অ্যাটর্নি জেনারেল জানান, চলতি সপ্তাহের রবিবারের মধ্যেই বিষয়টির নিষ্পত্তি হতে পারে। হাই কোর্টের যে তিনজন প্রধান বিচারপতির নাম তিনি জানিয়েছেন, তাঁরা হলেন রাজস্থান হাই কোর্টের বিচারপতি পঙ্কজ মিথাল, পাটনা হাই কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং মণিপুর হাই কোর্টের বিচারপতি পিভি সঞ্জয় কুমার। এছাড়াও পাটনা হাই কোর্টের বিচারপতি এহসানউদ্দিন আমানুল্লাহ ও এলাহাবাদ হাই কোর্টের বিচারপতি মনোজ মিশ্রকেও এই তালিকায় রাখা হয়েছে।

উল্লেখ্য, বিচারপতি নিয়োগকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সুপ্রিম কোর্টের বিরোধ ক্রমাগত বেড়েই চলেছে। দু’পক্ষই নিজেদের অবস্থানে অনড়। এর মধ্যেই বিচারপতি নিয়োগ ইস্যুতে জটিলতা দূর করতে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিল। কলেজিয়ামের সুপারিশ করা বিচারপতিদের ১০ দিনের মধ্যে নিয়োগ করতে হবে বলেও সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালত সাফ জানিয়েছে, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের ফাইল এভাবে মাসের পর মাস ফেলে রাখা চলে না। কেন্দ্রের এমন উদাসীনতার জেরে বিচারব্যবস্থা বিলম্বিত হচ্ছে। চরম ক্ষতি হচ্ছে সংশ্লিষ্ট বিচারপতিদেরও।

 

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version