Sunday, November 16, 2025

বাজেটে সংখ্যালঘুদের ব*ঞ্চনা, মোদি সরকারের ‘মেকি দরদ’ নিয়ে তীব্র কটা*ক্ষ !

Date:

হিন্দু ভোটে আর কাজ চলছে না, তাই এবার সংখ্যালঘু মন জয় করতে আসরে নেমেছে বঙ্গ বিজেপি (BJP)। পঞ্চায়েত ভোটের আগে এটাই যেন বড় চ্যালেঞ্জ। কী করে সংখ্যালঘুদের মন জয় করা যায় সেই প্ল্যানিং চলছে পার্টির অন্দরে। অথচ এই কেন্দ্রীয় সরকারকে (Central Government) ‘মেকি দরদ ‘ ছাড়া কিছুই দেখাচ্ছে না সেটা অর্থমন্ত্রীর (Minister of Finance)পেশ করা বাজেটে (Budget) স্পষ্ট হয়ে গেছে। এক ধাক্কায় এবারের বাজেটে সংখ্যালঘু উন্নয়ন খাতে ৩৮ শতাংশ ব্যয় বরাদ্দ কমিয়ে দেওয়া হল । এর থেকেই স্পষ্ট মুখে যতই ‘সব কা সাথ,সব কা বিকাশ’ বলুক না কেন, এই সরকার আসলে শুধুই নিজের ভোট ব্যাংক (Vote Bank) ভরানোর চেষ্টায় মত্ত, সংখ্যালঘুদের শুধুই নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করছেন তাঁরা বলেই মত রাজনৈতিক মহলের একাংশের।

ফের বঞ্চিত দেশের সংখ্যালঘুরা। মুখে যতই ‘দরদ’ দেখান না কেন, বাস্তবে যে গেরুয়া শিবির সংখ্যালঘুদের উন্নয়নের কোনও তোয়াক্কাই করে না সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এবারের বাজেট। ২০২২-২৩ অর্থবর্ষে সংখ্যালঘু উন্নয়নের ক্ষেত্রে বাজেটে বরাদ্দ হয়েছিল ৫০২০.৫০ কোটি টাকা। আর এবার একধাক্কায় ৩৮ শতাংশ বরাদ্দ কমাল কেন্দ্র। এখানেই শেষ নয় বাজেটে মাদ্রাসা শিক্ষাতেও (Madrasa Education)কমেছে বরাদ্দের অঙ্ক। প্রায় দেড়শ কোটি টাকা থেকে কেটে সেটা মাত্র ১০ কোটি করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষে বাজেটে সংখ্যালঘু উন্নয়নের ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে ৩০৯৭.৬০ কোটি টাকা। ওয়াকিবহল মহল বলছে এই বাজেট স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে বিন্দুমাত্র আগ্রহী নয় বিজেপি সরকার। এমনকি মাদ্রাসা শিক্ষাকেও গুরুত্ব দিল না কেন্দ্র। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে বাংলায় বিজেপি যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের আরও কাছে ঘেঁষতে চেষ্টা করছে সেটা যে সম্পূর্ণ ‘মেকি দরদ’ এবার তা আরও বেশি করে ধরা পড়ল সবার সামনে।

Related articles

স্বামী-সন্তান ও শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে অমৃতসরে মাতলেন কোয়েল

এই বছর দূর্গাপুজোয় মেয়েকে প্রথম প্রকাশ্যে এনেছিলেন কোয়েল মল্লিক(Koel Mallick)। ছেলে কবিরের সঙ্গে মিলিয়েই সাধ করে মেয়ের নাম...

ম্যাথাউজের চোখে মেসিই সেরা, ভারতীয় ফুটবলের উন্নতিতে দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ

ক্রিকেট কার্ণিভালের শহরে ফুটবলের কিংবদন্তি। কলকাতায় ঝটিকা কলকাতা সফরে জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবল অধিনায়ক লোথার ম্যাথাউজ(Lothar Matthaus)। দিনভর ঠাসা...

১৫ দিন টানা ডিউটি! শহর থেকে জেলায় একের পর এক হাসপাতালে বিএলও-রা

৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি ইনিউমারেশন ফর্ম বিলি করছেন রাজ্যের বিএলও-রা। এখনও পর্যন্ত ফর্ম বিলির ক্ষেত্রে দেশের প্রথম...

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...
Exit mobile version