Sunday, November 9, 2025

শুক্রবারই বাংলা, মধ্যপ্রদেশ, কর্ণাটক রঞ্জি ট্রফির সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল। আর শনিবার পাঞ্জাবকে ৭১ রানে হারিয়ে চতুর্থ দল হিসেবে রঞ্জি ট্রফির সেমিফাইনালে উঠল সৌরাষ্ট্র। শেষ ইনিংসে ২৫২ রান তাড়া করতে নেমে ১৮০ রানে আত্মসমর্পণ করল পাঞ্জাব।

সৌরাষ্ট্রের বোলারদের মধ্যে পার্থ ভুট একাই পাঁচ উইকেট তুলে নেন।জিততে হলে পঞ্চম তথা শেষ দিনে পাঞ্জাবকে করতে হত ২০০ রান। আর সৌরাষ্ট্রকে নিতে হত ৮ উইকেট। ম্যাচটি ড্র করলেও সেমিফাইনালে যেত পাঞ্জাবই। কারণ তারা প্রথম ইনিংসে লিড পেয়েছিল। তবে শনিবার পাঞ্জাবের ব্যাটারদের নাকানিচোবানি খাইয়ে শেষ হাসি হাসল সৌরাষ্ট্রই। তারা পৌঁছে গেল রঞ্জি ট্রফির সেমিফাইনালে।

রাজকোটে ম্যাচের শেষ দিনে একেবারে টানটান ম্যাচে সৌরষ্ট্রকে জয়ের মুখ দেখালেন দলের স্পিনার পার্থ ভুট। প্রথম ইনিংসে পঞ্জাব ১২৮ রানে এগিয়ে ছিল, সেখান থেকে তারা হারল ৭১ রানে। জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে পাঞ্জাবকে করতে হত ২৫২ রান। সেখানে চতুর্থ দিনের শেষে পাঞ্জাবের স্কোর ছিল ২ উইকেটে ৫২। শেষ দিন সৌরাষ্ট্রের তিন স্পিনার-পার্থ ভুট, ধর্মেন্দ্রসিং জাদেজা ও যুবরাজ দোদিয়া দুরন্ত পারফরম্যান্স করে দলের জয় নিশ্চিত করেন।

প্রথম ইনিংসে ৯ নম্বরে নেমে সেঞ্চুরি করা পার্থ পাঁচটি, জাদেজা তিনটি ও দোদিয়া দু’টি উইকেট নেন। পঞ্জাবের শেষের দিকে ইনিংস তাসের ঘরের মত ভেঙে পড়ে। শেষ পাঁচটি উইকেট পড়ে মাত্র ২৪ রানের মধ্যে। অধিনায়ক মনদীপ সিং-এর ৪৫ এবং পুখরাজ মানের ৪২ বাদ দিলে বাকিদের অবস্থা তথৈবচ। শনিবার ১৮০ রানেই গুটিয়ে যায় পঞ্জাবের ইনিংস।

 

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version