ঘরের মাঠে বেঙ্গালুরু এফসির কাছে ২-১ গোলে হার এটিকে মোহনবাগানের

ম‍্যাচে এদিন কার্ড সমস্যায় খেলতে পারেননি হুগো বৌমোস। মাঠে নামতে পারেননি আশিকও। ফলে বিএফসির বিরুদ্ধে খানিকটা পিছিয়ে থেকেই ম্যাচ শুরু করে মোহনবাগান।

ঘরের মাঠে বেঙ্গালুরু এফসির কাছে হার এটিকে মোহনবাগানের। রবিবার রয় কৃষ্ণাদের কাছে ২-১ গোলে হারাল জুয়ান ফেরান্দোর দল। এই হারের ফলে ১৬ ম‍্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে বাগান শিবির। ওপর দিকে মোহনবাগানকে হারিয়ে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে বিএফসি।

ম‍্যাচে এদিন কার্ড সমস্যায় খেলতে পারেননি হুগো বৌমোস। মাঠে নামতে পারেননি আশিকও। ফলে বিএফসির বিরুদ্ধে খানিকটা পিছিয়ে থেকেই ম্যাচ শুরু করে মোহনবাগান। ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝাঁপায় জুয়ানের দল। ম‍্যাচের তিন মিনিটের মাথায় পোস্টের ধার ঘেঁষে বেরিয়ে যায় শুভাশিসের জোরালো শট। ম‍্যাচে একের পর এক গোলমুখী শট সেভ করেন গুরপ্রীত সিং সান্ধু। একাধিকবার গোলের সু্যোগ তৈরি হলেও তা কাজে লাগাতে ব‍্যর্থ হয় বাগানের অ‍্যাটাকিং লাইন। পাল্টা আক্রমণে ঝাঁপায় বিএফসি। তবে প্রথমার্ধে কোন দলই গোলের দরজা খুলতে পারেনি। যার ফলে প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে গোলশূন‍্য।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় বিএফসি। যার ফলে ম‍্যাচের ৭৮ মিনিটে গোল করে বিএফসিকে এগিয়ে দেন জাভি হার্নান্ডেজ। এরপর ম‍্যাচের অতিরিক্ত সময়ে বিএফসিকে গোল করে এগিয়ে দেন বাগানের প্রাক্তন সুপারস্টার রয় কৃষ্ণা। ম‍্যাচের একেবারে শেষ লগ্নে বাগানের হয়ে একমাত্র গোলটি করেন দিমিত্রি পেত্রাতোস।

আরও পড়ুন:‘আইপিএল নয়, নজরে এখন শুধুই টি-২০ বিশ্বকাপ’, বললেন হরমনপ্রীত


 

Previous article‘আইপিএল নয়, নজরে এখন শুধুই টি-২০ বিশ্বকাপ’, বললেন হরমনপ্রীত
Next articleবিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় হতাশ শাহিন আফ্রিদি