Saturday, December 6, 2025

এবার ২০১৬ সালের ইন্টারভিউ নেওয়া শিক্ষকদের তলব বিচারপতি  গঙ্গোপাধ্যায়ের

Date:

Share post:

২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে ফের প্রশ্ন তুলল হাইকোর্ট।কারণ, তাজ্জব করা তথ্য সামনে এসেছে। মাত্র দেড় দু মিনিটের মধ্যেই একাধিক জনের চাকরির ইন্টারভিউ শেষ হয়েছে! ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট নেওয়া সেই শিক্ষকদের তলব করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট নেওয়া শিক্ষকদের কাছ থেকে একাধিক তথ্য জানতে চায় আদালত। আদালত সূত্রে জানা গিয়েছে, এই গোটা প্রশ্নোত্তর পর্বই হবে রুদ্ধদ্বার কক্ষে।আদালতের নির্দেশ, মামলাকারী চাকরিপ্রার্থীদেরও তলব করা হবে ধাপে ধাপে। দূরের জেলার ওই ইন্টারভিউয়ারদের যাতায়াত খরচ হিসাবে ২ হাজার টাকা ও কাছের জেলার জন্য যাতায়াত খরচ হিসাবে ৫০০ টাকা দিতে হবে পর্ষদকে।

মামলাকারীদের অভিযোগ,৫ হাজার ২১৬ প্রশিক্ষণহীনের চাকরি বেআইনি পথে হয়েছে।  অভিযোগ, এদের অ্যাকাডেমিক স্কোর কম, অথচ ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট নম্বর উল্লেখযোগ্য ভাবে বেশি দিয়ে চাকরি দেওয়া হয়েছে। সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তুললেন, অ্যাপটিটিউড টেস্ট ছাড়া কীভাবে শিক্ষক নিয়োগ করা হয়েছে? দেড়- ২ মিনিটের মধ্যে কীভাবেই বা একসঙ্গে এতজনের ইন্টারভিউ নেওয়া সম্ভব হয়েছে?

পর্ষদের হলফনামায় দেওয়া তথ্য বলছে, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় নাকি কোনও ইন্টারভিউই নেওয়া হয়নি প্রার্থীদের। প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় ২০১৬ সালের টেট-এ ইন্টারভিউ নেওয়া শিক্ষকদের নামের তালিকা সোমবার আদালতে পেশ করে পর্ষদ। এবার সেই তালিকা থেকে প্রথম পর্যায়ে হুগলি, হাওড়া, উত্তর দিনাজপুর, কোচবিহার, মুর্শিদাবাদের ইন্টারভিউ নেওয়া শিক্ষকদের তলব করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী ২১ ফেব্রুয়ারি দুপুর ২টোয় তাঁদের আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।আদালতের এই নির্দেশে এবার কেঁচো খুড়তে গিয়ে কেউটে বেরিয়ে পড়ার সম্ভাবনা।

 

spot_img

Related articles

কলকাতা-লন্ডন বিমান ভাড়া কলকাতা-মুম্বইয়ের থেকে কম! হয়রানিতেও জুটল না বিশেষ ট্রেন

লক্ষ লক্ষ দেশবাসী গত ৭২ ঘণ্টার বেশি সময় ধরে দেশের নানা প্রান্তে বিপর্যস্ত। কারো বিয়ে, কারো পরীক্ষা আটকে...

বাংলাই দেখায় পথ: BLO মৃত্যুতে ক্ষতিপূরণের সিদ্ধান্তে বাধ্য হল কমিশন

বাংলায় মৃত্যু চার বিএলও-র। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১৫ জন। গোটা দেশে ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে বিএলও...

চিহ্নিত ‘অযোগ্য’দের তালিকা, আদালতের নির্দেশে প্রকাশ এসএসসি-র

কলকাতা হাই কোর্টের নির্দেশে ফের এক তালিকা প্রকাশ এসএসসি-র। ২০১৬ এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় এসএলএসটি চাকরিপ্রার্থীদের মধ্যে ‘অযোগ্য’ চিহ্নিতদের...

কাজ করার সময়ই অসুস্থ BLO: হাসপাতালে ভর্তির সংখ্যা আরও বাড়ল

এসআইআর-এর সময় সীমা বাড়ানো হোক। এই দাবিতে রাজ্যের সিইও দফতরের সামনে লাগাতার আন্দোলনে বিএলও অধিকার রক্ষা মঞ্চ। যেভাবে...