Thursday, November 13, 2025

বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় হতাশ শাহিন আফ্রিদি

Date:

শনিবার ক্রিকেট দুনিয়ায় অন্যতম আলোচিত ঘটনা ছিল পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদির মেয়ের সঙ্গে ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদির বিয়ে।

করাচিতে আয়োজিত এই বিয়ের অনুষ্ঠানে পাকিস্তানি ক্রিকেট তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছিলেন শাদাব খান, বাবর আজম, ফখর জামান ও সরফরাজ আহমেদের মতো ক্রিকেটাররা। তবে শাহিনদের উৎসবের আনন্দ ম্লান হয়েছে বিয়ের অনেক ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায়। বিশেষ করে তাঁদের সম্মতি ছাড়া কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়ায়, বিষয়টি মানতে পারছেন না শাহিন আফ্রিদি।

এদিন বিয়েতে আসা অতিথিদের মুঠোফোন বন্ধ রাখার অনুরোধ করা হলেও সেই অনুরোধ রাখেননি অনেকে। যাঁরা বিয়ের ছবি শেয়ার করেছেন, তাঁদের নিয়ে নিজের হতাশার কথা এক টুইট বার্তায় জানিয়েছেন শাহিন আফ্রিদি । সে সঙ্গে এই ছবিগুলো শেয়ার করে তাঁদের গোপনীয়তা ভঙ্গ করা হয়েছে বলেও মন্তব্য করেছেন এই ফাস্ট বোলার।
টুইটে শাহিন আফ্রিদি লিখেছেন, ‘এটা খুবই হতাশার যে বারবার এবং অনেকবার অনুরোধ করা সত্ত্বেও আমাদের গোপনীয়তার জায়গায় আঘাত করা হয়েছে। কোনো ধরনের অপরাধবোধ ছাড়াই লোকে এটা শেয়ার করেছে। আমি আবারও সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করছি, আমাদের সহযোগিতা করার জন্য এবং আমাদের স্মরণীয় দিনটিকে নষ্ট করবেন না।’

 

Related articles

SIR আতঙ্কে মৃত্যু রাষ্ট্রীয় হত্যা! শ্যামলকুমার সাহার মৃত্যুতে শাহকেই দায়ী করলেন দেবাংশু

নদিয়ার তাহেরপুরের কালীনারায়ণপুর মণ্ডলপাড়ায় ক’দিন আগেই এসআইআর-আতঙ্কে মৃত্যু হয় সত্তরোর্ধ্ব শ্যামলকুমার সাহার। বৃহস্পতিবার মৃত শ্যামল সাহার বাড়িতে যান...

SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় কোচবিহারে পদযাত্রা অভিষেকের

যে কোচবিহার থেকে নবজোয়ার যাত্রা শুরু করেছিলেন, SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় সেই কোচবিহারে যাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

এই এসআইআর-লজ্জা! সংবিধান-প্রণেতা কমিটি সদস্যের পরিবারের নাম নেই ভোটার তালিকায়

আজব-কাণ্ড। প্রমাণিত এই এসআইআর-লজ্জা! এ এমনই এসআইআর যে, নাম নেই দেশের সংবিধান-প্রণেতা কমিটির সদস্যের উত্তরাধিকারীদেরই। এমনকী তাঁর বাড়িটিকেই...

ভোটার তালিকার স্বচ্ছতা যাচাইয়ে আগামী সপ্তাহে রাজ্যে কমিশনের প্রতিনিধি দল

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আরও এক দফা নড়াচড়া শুরু করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী সপ্তাহেই রাজ্যে...
Exit mobile version