Thursday, August 28, 2025

অভিনেতা হিসেবে তিনি বাংলা সিনে দুনিয়ায় কাছে ভীষণ পরিচিত ‘খলনায়ক’। কিন্তু বাস্তব জীবনেও কি তাই? এবার পর্দায় নেগেটিভ চরিত্রে দেখা বিপ্লব চট্টোপাধ্যায়ের (Biplab Chatterjee)বাস্তব জীবন উঠে এল বই- এর পাতায়। প্রকাশিত হল ‘আমি বিপ্লব’ (Aami Biplab),বইটি লিখেছেন সাহিত্যিক ও সাংবাদিক সুমন গুপ্ত (Suman Gupta)। বুধবার কলকাতার প্রেস ক্লাবে এই বই প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করে দীপ প্রকাশন (Deep Prakashan)।

বিনোদনের পর্দায় যাঁরা আইকনিক ‘ভিলেন’ হয়ে ওঠেন বাস্তব জীবনে তাঁরা একদমই বিপরীত চরিত্রের হয় বলে দেখা গেছে। বলিউড থেকে টলিউড, এই ছবিটা প্রায় সব ইন্ডাস্ট্রিতেই এক। এবার অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের জীবনী প্রকাশ অনুষ্ঠানে যেন সেই কথাই তুলে ধরলেন অভিনেতা শুভাশিষ মুখোপাধ্যায়(Subhasish Mukherjee)। তিনি এই বই প্রকাশ অনুষ্ঠানে এসে বলেন, বাড়িতে নিজের স্ত্রীয়ের কাছে একদম শান্ত থাকেন বিপ্লব চট্টোপাধ্যায়। অথচ সিনেমায় তাঁর রাশভারী দাপট চোখে পড়ে টলি জগতের বাকি তারকাদেরও। অনুষ্ঠানে ইন্ডাস্ট্রির ‘বুম্বা দা’ বলেন , বিপ্লব চট্টোপাধ্যায় এমন একজন মানুষ যিনি সবার আগে মানুষের বিপদে পাশে এসে দাঁড়ান। এই প্রসঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) দু- একটি ঘটনার কথাও উল্লেখ করেন। দীপ প্রকাশন থেকে প্রকাশিত ‘আমি বিপ্লব’,বইটির দাম ৪৫০ টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন সন্দীপ রায় (Sandip Ray)ও দীপ প্রকাশনের কর্ণধার দীপ্তাংশু মণ্ডলও (Deeptangshu Mondal)।

বই মানুষকে অনেক বেশি করে জানার ব্যাপারে আগ্রহী করে তোলে। শুধু অভিনেতা হিসেবেই নয় পাঠকদের কাছে একদম ছাপোষা বাঙালি হিসেবেই এই বইতে ধরা দিয়েছেন বিপ্লব চট্টোপাধ্যায়, বলে জানান পরিচালক সন্দীপ রায়। বিপ্লব চট্টোপাধ্যায় এই অনুষ্ঠানে নিজের সিনে ক্যারিয়ারের পাশাপাশি ফেলে আসা জীবনের নস্টালজিয়ায় ফিরে যান। অনুষ্ঠানে কেক কেটে একে অন্যের মিষ্টি মুখ করানো হয়।

 

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version