Wednesday, May 21, 2025

মহারাষ্ট্রে সাংবাদিকের মৃ*ত্যুতে খু*নের তত্ত্ব, তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি

Date:

দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন? একের পর এক বেআইনি কার্যকলাপ ও দুর্নীতির মুখোশ খুলে দেওয়া সাংবাদিকের রহস্য মৃত্যুর ঘটনায় সরগরম বিজেপি শাসিত মহারাষ্ট্রে(Maharastra)। সাংবাদিক শশীকান্ত ওয়ারিশের(Shashikanta Warish) মৃত্যুর ঘটনায় উপযুক্ত তদন্তের দাবি জানিয়ে খোদ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে(Eknath Shindhe) চিঠি দিল একাধিক সংবাদমাধ্যম(News Media)।

সোমবার বিকেলে, একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ‘মহানগরী টাইমস’-এর সাংবাদিক শশীকান্ত ওয়ারিশ। গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। যেখানে মঙ্গলবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে একাধিক সংবাদমাধ্যমের দাবি এটা নিছক দুর্ঘটনা নয় পরিকল্পিত খুন। আর এই খুনের উপযুক্ত তদন্তের দাবি জানিয়ে মারাঠি সাংবাদিক সংঘ (এমএমপিএস)মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাবিসকে চিঠি লেখে। এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি করা হয়েছে। MMPS-এর তরফে ওয়ারিশকে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ে এক সাহসী সাংবাদিক হিসাবে বর্ণনা করা হয়েছে।

এই মৃত্যুর ঘটনায় রত্নাগিরি পুলিশের তরফে জানানো হয়েছে, কোনও ধরণের চাপের কাছে মাথানত করবে না পুলিশ। এই ঘটনায় ফরেনসিক রিপোর্টও পরীক্ষা করা হবে। পুলিশ সুপার ধনঞ্জয় কুলকার্নি বলেছেন, এলাকার সকল সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সন্ধ্যার মধ্যে গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। আদালতে তোলা হলে আদালত তাকে সাত দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। উল্লেখ্য, রত্নাগিরি রিফাইনারি প্রকল্প নিয়ে একাধিক সংবাদ পরিবেশন করে শিরোনামে আসেন শশীকান্ত।

Related articles

বুধে উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, উত্তরবঙ্গ উন্নয়নে জোর রাজ্যের

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর তিন দিনের উত্তরবঙ্গ সফরের শেষ দিনে উত্তরকন্যায় একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে অংশগ্রহণ করবেন।...

IPL-এর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সম্মেলনের প্রচার SFI-এর! কী বলছেন সৃজন

CPIM-এর মতো বাম ছাত্র সংগঠনগুলির সমর্থনও কি তলানিতে? না হলে কেন সর্বভারতীয় সম্মেলনে লোক টানতে আইপিএলকে কাজে লাগিয়েছে...

মামলা যাঁদের, আন্দোলনে উস্কানিও তাঁদের: বাম দ্বিচারিতার পর্দাফাঁস কুণালের

চাকরিহারা শিক্ষকদের নিয়ে দুমুখো রাজনীতি বামপন্থী নেতাদের। একদিকে চাকরিপ্রার্থীদের আন্দোলন মঞ্চে গিয়ে সহানুভূতি দেখানো, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

১৩১ পরিবার পেল মাথার ছাদ! বন্যাদুর্গত মানুষদের জন্য ‘তিস্তাপল্লি’ উপহার মুখ্যমন্ত্রীর

তিস্তা নদীর ভাঙনে সর্বস্ব হারিয়েছিল মেজুয়া ও লালডং চুমুকডালি গ্রামের ১৩১ জন মানুষ। আশ্রয়হীন হয়ে পড়েছিলেন তাঁরা। এবার...
Exit mobile version