Wednesday, January 14, 2026

ধ্বংসস্তুপে আচমকা কান্না! মৃ*ত্যুপুরী সিরিয়ায় নতুন প্রাণের সন্ধান, ভাইরাল ভিডিও

Date:

Share post:

লাগাতার ভয়াবহ ভূমিকম্পের (Earthquake) জেরে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে তুরস্ক (Turkey) সহ সিরিয়া(Syria)। ইতিমধ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার। এখনও জোরকদমে চলছে উদ্ধার কাজ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সিরিয়ায় কমপক্ষে দু হাজার জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, অবস্থা ভয়াবহ। মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে। আর এরই মধ্যে সিরিয়ায় উদ্ধারকাজ চালানোর সময় ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার হয়েছে এক সদ্যজাত শিশু (New Born Baby)। জানা গিয়েছে, ধ্বংসাবশেষের নীচেই এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন মা। কিন্তু ভাগ্যের এমনই পরিহাস শিশুটির বাবা মা দুজনেরই ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয়েছে। তবে ধ্বংসাবশেষের নীচ থেকে সযত্নে সদ্যজাতকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

তবে ধ্বংসস্তূপের নীচ থেকে যখন উদ্ধারকারী দল শিশুটিকে বাইরে বের করে নিয়ে আসেন তখনও তার নাড়ি কাটা হয়নি। মায়ের শরীরের সঙ্গে তখনও জড়িয়ে রয়েছে একরত্তি। কিন্তু ভাগ্যের এমনই পরিহাস নবজাতককে পৃথিবীর আলো দেখিয়েও এক অদ্ভুত অন্ধকারের মধ্যে ফেলে রেখে চলে গেলেন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই হৃদয়স্পর্শী ভিডিও। যা দেখে চোখে জল আসবে আপনারও। ভিডিওটিতে দেখা যাচ্ছে এক ব্যক্তি সদ্যোজাত শিশুটিকে নিয়ে দৌড়চ্ছেন। সেই সময় শিশুটির শরীরে কোনও কাপড়ও ছিল না।

তবে শিশুটির এক আত্মীয় বেঁচে রয়েছেন। তিনি সংবাদমাধ্যমকে জানান,  তাঁরা ধ্বংসস্তূপ সরাতে সরাতে শিশুর কান্না শুনতে পান। তারপর সদ্যোজাতকে উদ্ধার করেন। তখনই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে জানা যায়, নবজাতকের পরিবারে আর কেউই বেঁচে নেই। তবে তুরস্কে এখন শুধুই কান্নার আওয়াজ। প্রিয়জনকে হারানোর পাশাপাশি সর্বস্ব খুইয়ে পথে এসে বসেছে অসংখ্য মানুষ। কেউ কেউ আবার প্রিয়জনের দেহ খুঁজে বেড়াচ্ছেন ধ্বংসস্তূপের তলায়।

 

 

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...