Saturday, November 29, 2025

সংসদে মহুয়ার বিরুদ্ধে “অসংসদীয়” মন্তব্যের অভিযোগ, পাল্টা জবাব তৃণমূল সাংসদের

Date:

Share post:

আদানি ইস্যুতে গত কয়েকদিনে দফায় দফায় মুলতুবি হয়েছে সংসদ(Parliament)। মঙ্গলবারও এই ইস্যুতে উত্তপ্ত ছিল লোকসভা। এর মাঝেই আগুনে ঘি পড়ল। লোকসভায় অসংসদীয় শব্দ প্রয়োগের অভিযোগ উঠল তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের(Mahua Moitra) বিরুদ্ধে। জানা গিয়েছে, টিডিপি(TDP) সাংসদকে রাম মোহন নাইডুর বক্তব্য রাখার সময় মহুয়া অসংসদীয় শব্দ ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় বিজেপির(BJP) তরফে মহুয়াকে ক্ষমা চাওয়ার দাবি তোলা হয়েছে। যদিও ক্ষমা চাইবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মহুয়া।

ANI এর পোস্ট করা একটি ভিডিও-য় দেখা যাচ্ছে রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবের উপর লোকসভায় বক্তব্য রাখছিলেন সাংসদরা। সেই সময়ই আপত্তিকর শব্দ প্রয়োগ করেন তৃণমূল সাংসদ। নিজের বক্তব্যে মহুয়া বলেন, বিজেপি সাংসদরা তাঁর বক্তব্যে সবসময় বাধা দেন। তখনই চারিদিক থেকে রব ওঠে। তবু তিনি বলে চলেন, মহুয়ার পিছনে কেউ নেই, মহুয়া আছে সত্যের সঙ্গে ! এরপর বক্তব্য রাখতে ওঠেন, টিডিপি সাংসদ কে রাম মোহন নাইডু। তখনই তিনি অসংসদীয় শব্দ প্রয়োগ করেন বলে অভিযোগ। অসংসদীয় শব্দ প্রয়োগের ঘটনায় মহুয়াকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন সংসদ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। তবে বিজেপির দাবির কাছে দমতে নারাজ তৃণমূল সাংসদ।

এপ্রসঙ্গে সংবাদ মাধুয়মকে দেওয়া সাক্ষাৎকারে মহুয়া মৈত্র বলেন, “কাল যেভাবে বিরোধীরা প্রতিবাদ করেছে তাতে শাকদলের মাথা খারাপ হয়ে গেছে। আমাকে কীভাবে অপদস্থ করার চেষ্টা হয়েছে সেটা সারা দেশের মানুষ দেখেছে। আমি ক্ষমা চাইব নাকি ওরা ক্ষমা চাইবে?” একইসঙ্গে তিনি বলেন, “আমি ক্ষমা চাইব না। ওদের যা করার ওরা করতে পারে।” পাশাপাশি তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “কে কি বলছে তা অন্য বিষয়, আমাদের যা ইস্যু তাতে আমরা কঠোর ভাবে দাঁড়িয়ে আছি। সেখান থেকে আমরা নড়ব না।”

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...