Saturday, August 23, 2025

জামশেদপুর এফসির সঙ্গে গোলশূন‍্য ড্র বাগানের

Date:

Share post:

বৃহস্পতিবার আইএসএল-এ লিগের দশ নম্বর দল জামশেদপুর এফসি-র কাছেও আটকে গেল এটিকে মোহনবাগান। বেঙ্গালুরু এফসি-র কাছে হারের পর ড্যানিয়েল চিমা চুকুদের সঙ্গে ম্যাচ গোলশূন্য ড্র করে প্লে-অফের লড়াই কঠিন করে ফেলল জুয়ান ফেরান্দোর দল। ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে মোহনবাগান। দুই দলই সুযোগ নষ্টের প্রদর্শনীতে মাতল। কিন্তু বাগানের রক্ষাকর্তা ছিলেন গোলকিপার বিশাল কাইথ। একাই অন্তত নিশ্চিত চারটি গোল বাঁচালেন তিনি। হুগো বৌমোসের অভাব বোঝা গেল। আরও চাপ বাড়ল মোহনবাগান কোচ জুয়ানের উপর। ম্যাচে তুল্যমূল্য লড়াই হলেও। দু’দলই সুযোগ নষ্ট করায় এগিয়ে যেতে পারেনি।

প্রথমার্ধে জামশেদপুরের অ্যাটাকিং থার্ডে নাগাড়ে চাপ বাড়ালেও গোলমুখ পুরোপুরি খুলতে পারেনি মোহনবাগান। তার মধ্যেই বার দু’য়েক গোল করার মতো পরিস্থিতি তৈরি করে ফেলেছিল জুয়ানের দল। কিন্তু দিমিত্রি, কিয়ানরা সুযোগ কাজে লাগাতে পারেননি। বিরতির ঠিক আগে সহজতম সুযোগটা অবশ্য নষ্ট করে জামশেদপুর। হ্যারিসনের পাস থেকে ফাঁকায় বল পেয়ে তা জালে জড়াতে পারেননি বরিস সিং।

দ্বিতীয়ার্ধে কার্ল ম্যাকহিউয়ের জায়গায় নবাগত স্লাভকো দামজানোভিচকে নামিয়ে রক্ষণ জমাট রাখার চেষ্টা করেন মোহনবাগান কোচ। পাশাপাশি কিয়ানকে তুলে ফারদিন আলি ও মনবীরের জায়গায় লিস্টন কোলাসোকে নামান। কিন্তু তাতেও ছবিটা বদলায়নি। দিমিত্রি, হ্যামিলরা ফাঁকায় বল পেয়েও গোল করতে পারেননি। জামশেদপুরও শেষ লগ্নে সহজ সুযোগ হাতছাড়া করে। চিমা চুকু গোলকিপারের সঙ্গে হ্যান্ডশেকের দূরত্বে গোল করতে পারেননি।

আরও পড়ুন:মাঠে ফিরেই পাঁচ উইকেট, নিজের দুরন্ত পারফরম্যান্স নিয়ে কী বললেন জাড্ডু?

 

spot_img

Related articles

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...