জলপাইগুড়ির হোমে বিচারাধীন আবাসিকের রহ*স্য মৃ*ত্যুতে সিবিআই তদন্তের নির্দেশ আদালতের

সিবিআইকে আদালতের নির্দেশ, আগামী ১৩ মার্চের মধ্যে তদন্ত রিপোর্ট পেশ করতে হবে ।

জলপাইগুড়ির একটি হোমে বিচারাধীন আবাসিকের মৃত্যুতে সিবিআই তদন্তের নির্দেশ দিল আদালত। সেখানে এক নাবালকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় বৃহস্পতিবার সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।আদালত সূত্রে জানা গিয়েছে, ওই নাবালক বিচারাধীন ছিলেন।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিটের ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিবিআইকে ওই ঘটনার তদন্ত শুরু করতে হবে।এমনকী প্রয়োজনে মৃতের দেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করতেও পারবে সিবিআই। সিবিআইকে আদালতের নির্দেশ, আগামী ১৩ মার্চের মধ্যে তদন্ত রিপোর্ট পেশ করতে হবে ।

প্রসঙ্গত,গত ১৫ ডিসেম্বর জলপাইগুড়ির একটি হোমে মাদক মামলায় ধৃত এক নাবালকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেই কিশোরের জামিনের আবেদনের শুনানি চলছিল হাইকোর্টের  জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। কিশোরের মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও গত জানুয়ারি মাসে সার্কিট বেঞ্চের তৎকালীন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য এবং সিদ্ধার্থ রায় চৌধূরীর ডিভিশন বেঞ্চ জামতে চেয়েছিলেন, কেন জামিনের মামলা চলাকালীন কিশোর আত্মহত্যা করবে? সব পক্ষকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। সরকারি রিপোর্টে বিস্তর অসঙ্গতি রয়েছে বলে দাবি করেন খোদ সরকারি আইনজীবীরাই।

 

Previous articleধর্মতলাকাণ্ডে আরও এক আইএসএফ  নেতা গ্রেফতার
Next articleদ্রুততম ভারতীয় বোলার হিসাবে টেস্টে ৪৫০ উইকেট অশ্বিনের, দুরন্ত প্রত‍্যাবর্তন জাড্ডুর