High Court: সিঙ্গল বেঞ্চের নির্দেশকেই মান্যতা! ঝালদা পুরসভার দায়িত্বে শীলাই

বৃহস্পতিবার বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে ঝালদার পুরবোর্ড মামলার শুনানি ছিল। এদিন চেয়ারম্যান সুদীপ কর্মকারের অপসারণে সিঙ্গল বেঞ্চের নির্দেশকেই মান্যতা দেয় ডিভিশন বেঞ্চ।

ফের কংগ্রেসের হাতেই গেল ঝালদা পুরসভা (Jhalda Municipality)। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ (Division Bench) সাফ জানিয়ে দিল চেয়ারম্যান (Chairman) পদে ফের বহাল করতে হবে শীলা চট্টোপাধ্যায়কেই (Shila Chatterjee)। পাশাপাশি হাইকোর্টের (Calcutta High Court) সিঙ্গল বেঞ্চ (Single Bench) রায় না দেওয়া পর্যন্ত চেয়ারম্যান (Chairman) পদেই থাকবেন শীলা। উল্লেখ্য, ঝালদা পুরসভা বেশ কয়েকদিন ধরে রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। পুরুলিয়ার ১২ ওয়ার্ডের এই পুরসভা নিয়ে আইনি জট অব্যাহত। বৃহস্পতিবার ফের ঝালদা পুরসভার চেয়ারম্যান পদে নির্দল কাউন্সলির শীলা চট্টোপাধ্যায়কে বহাল করেছে কলকাতা হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে ঝালদার পুরবোর্ড মামলার শুনানি ছিল। এদিন চেয়ারম্যান সুদীপ কর্মকারের (Sudip Karmakar) অপসারণে সিঙ্গল বেঞ্চের নির্দেশকেই মান্যতা দেয় ডিভিশন বেঞ্চ। পাশাপাশি হাইকোর্ট সাফ জানিয়ে দেয়, শীলা চট্টোপাধ্যায়ের প্রার্থীপদ খারিজে মহকুমাশাসকের নির্দেশিকার উপরও বহাল থাকবে অন্তর্বর্তী স্থগিতাদেশ। শুধু তাই নয়, এদিন মূল মামলা সিঙ্গল বেঞ্চে ফেরত পাঠিয়ে দেয় ডিভিশন বেঞ্চ।

উল্লেখ্য এর আগে শীলা চট্টোপাধ্যায়ের কাউন্সিলর পদ খারিজের নির্দেশ দিয়েছিলেন জেলাশাসক। তারপরই রাজ্যের তরফে অস্থায়ী চেয়ারম্যান হিসাবে সুদীপ কর্মকারকে দায়িত্ব দেওয়া হয়। অন্যদিকে শীলার অপসারণ বেআইনি দাবি তুলে আদালতের দ্বারস্থ হয় কংগ্রেস। এরপরই গত ২০ জানুয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা শীলা চট্টোপাধ্যায়ের প্রার্থীপদ খারিজের সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন। একইসঙ্গে সুদীপ কর্মকারকে নতুন চেয়ারম্যান পদে বসানোর সিদ্ধান্তের উপরও স্থগিতাদেশ বহাল রাখা হয়। আদালত সাফ জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পূর্ণিমা কান্দুকেই (Purnima Kandu) পুরসভা চালাতে হবে। এরপরই পাল্টা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য।

 

 

Previous articleআজ বাগানের সামনে জামশেদপুর, হুগোকে নিয়েই সংশয় 
Next articleনর্থইস্ট ইউনাইটেডের সঙ্গে ড্র, হতাশ স্টিফেন