রেকর্ড পরীক্ষার্থী নিয়ে গত ডিসেম্বর মাসের ১১ তারিখ প্রাথমিকের টেট (Primary TET)পরীক্ষার ব্যবস্থা করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ(Primary Board of Education)। নিয়োগ দুর্নী*তির সংক্রান্ত বিতর্ক এড়িয়ে স্বচ্ছ ভাবে নির্বিঘ্নে পরীক্ষা গ্রহণ করে পর্ষদ। এবার পরীক্ষার্থীদের জন্য সুখবর। আর অপেক্ষা করতে হবে না শুক্রবার অর্থাৎ ১০ ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে প্রাথমিক টেট (Primary TET Result) পরীক্ষার ফলাফল বলেই মনে করা হচ্ছে।

বাংলা থেকে প্রায় সাড়ে সাত লক্ষ পরীক্ষার্থী এই বছর টেট দিয়েছেন। প্রাইমারি টেট পরীক্ষার এক মাসের মাথায় Answer Key প্রকাশ করে রাজ্য। ভুল উত্তরের চ্যালেঞ্জ করার সুযোগ পরীক্ষার্থীদের দিয়েছিল পর্ষদ। তাতে আবেদন করেন বহু ছাত্র-ছাত্রী। এবার তার ভিত্তিতে চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করেছে পর্ষদ। এবার মডেল উত্তরপত্র অনুযায়ী মেধা তালিকা প্রকাশিত হতে চলেছে বলেই খবর।
