Saturday, August 23, 2025

বৃহস্পতিবার আইএসএল-এর ম‍্যাচে জামশেদপুর এফসির কাছে আটকে যায় এটিকে মোহনবাগান। একাধিকবার সুযোগ তৈরি করেও গোলের দরজা খুলতে পারেনি বাগান ব্রিগেড। যার ফলে গুরুত্বপূর্ণ ম‍্যাচে মাত্র এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল জুয়ান ফেরান্দোর দলকে। আর এতেই হতাশ বাগান কোচ। ম‍্যাচ শেষে দলের চোট আঘাতকেই ব‍্যর্থতার কারণ হিসাবে তুলে ধরলেন তিনি।

ম‍্যাচ শেষে জুয়ান বলেন,”হুগো বৌমোসের হ্যামস্ট্রিং সমস্যা রয়েছে। ওকে খেলানোর অনেক চেষ্টা করা হয়েছিল। ম্যাচের আগে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হয়েছিল। কিন্তু ওর পক্ষে খেলা মোটেই সোজা ছিল না। কার্লেরও কুঁচকিতে চোট লেগেছে। এসব ফুটবলের অঙ্গ। এগুলো আটকানো আমাদের হাতে নয়। আমরা খুবই হতাশ। দলের সময়টা মোটেই ভাল যাচ্ছে না। মানসিক ভাবেও দলের অনেকে ভেঙে পড়েছে।”

জামশেদপুর এফসির বিরুদ্ধে গোলশূন‍্য ড্র। লিগ টেবিলে যারা অনেক নিচে। এই ম‍্যাচে আটকে যাওয়া নিয়ে বাগান কোচ বলেন,” গায়েগো, দিমিত্রি, কিয়ান— আজ কেউই গোল করতে পারেনি। তাই জেতাও সম্ভব ছিল না। এর একটাই সমাধান, আমাদের আরও পরিশ্রম করতে হবে। একে অপরকে সাহায্য করতে হবে। আমাদের হাতে তিন দিন সময় আছে। কঠিন সময়ে পরিশ্রম করে যাওয়া ছাড়া আর কোনও উপায় নেই। আমি সব সময়ই সুযোগ তৈরির কথা বলি। আজ আমরা কম সুযোগ পাইনি। গায়েগো, ব্রেন্ডানরা যে সুযোগ হাতছাড়া করেছে, কিছু বলার নেই।”

ম‍্যাচে তিন পয়েন্ট না এলেও, ছেলেদের প্রশংসা শোনা গেল জুয়ানের গলায়। বাগান ফুটবলারদের প্রশংসা করে বাগান কোচ বলেন,” আমাদের দলের ছেলেরা যথেষ্ট ভাল। এরকম কঠিন সময়ে ওরা আগেও ঘুরে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়া সহজ হবে না। এটা ফুটবলেরই অঙ্গ। সবাই দলের পাশে দাঁড়ালে নিজেদের ভুল শুধরে পরের ম্যাচে নামতে পারবে আমাদের ফুটবলাররা।”

আরও পড়ুন:সৌদিতে রোনাল্ডো ঝড়, ৫০০ গোলের মাইলফলক স্পর্শ সিআরসেভেনের

 

 

Related articles

জুতোর কারখানায় আগুন, আতঙ্ক আনন্দপুরের গুলশন কলোনিতে

আনন্দপুরের গুলশন কলোনিতে একটি কারখানায় আগুন (factory fire) লাগার ঘটনায় চাঞ্চল্য শনিবার সকালে। ঘিঞ্জি এলাকা হওয়ায় প্রথমেই আগুন...

অমানবিক! যোগীর রাজ্যে মৃত নবজাতককে ব্যাগে ভরে বিচারের চেয়ে জেলাশাসকের কাছে বাবা

চূড়ান্ত অমানবিক ঘটনা যোগীরাজ্যে। টাকা অঙ্ক বাড়ানোর নিয়ে দর কষাকষিতে প্রসবে দেরির অভিযোগ। পরিণতিতে প্রাণ হারায় সদ্যোজাত। বিচার...

ঝাঁপ বন্ধ হচ্ছে ২১৫ জামাত-এ-ইসলামের স্কুলের, সিদ্ধান্ত কাশ্মীর সরকারের

সীমান্ত পেরিয়ে ভারতীয় পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়ে আবার নিজেদের নিরাপদ আশ্রয়ে সেঁধিয়ে গিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। চোর...

প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় বেলঘরিয়ায় আক্রান্ত শিক্ষক

তাঁর অপরাধ কী? তিনি রাস্তার ধারে বসে থাকা কয়েকজন যুবক যুবতীকে মদ্যপান করতে দেখে প্রতিবাদ করেছিলেন। তাই রাস্তায়...
Exit mobile version