নন্দীগ্রামে অদিতির গান শুরু হতেই কেন মঞ্চ ছাড়লেন কুণাল!

বিজেপির বিরুদ্ধে তুমুল আক্রমণ। নন্দীগ্রাম থেকে বিশ্বাসঘাতক বিজেপিকে (BJP) তাড়ানোর ডাক। শনিবার, নন্দীগ্রাম ব্লক ২-এর বয়ালে অনুষ্ঠিত এক সভা থেকে আন্দোলনে সুর যখন বাধা হয়ে গিয়েছে, সেই সময় মঞ্চে সংগীত পরিবেশন করতে ওঠেন বিধায়ক তথা গায়িকা অদিতি মুন্সি (Aditi Munsi)। সেই সময় মঞ্চ ছাড়েন তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁকে পাশেই একটি জায়গায় বসার ব্যবস্থা করে দেন উদ্যোক্তারা। কিন্তু সেদিকে ফিরেও তাকান না তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। কারণ কী? কোনও মন কষাকষি!

উত্তরটা একেবারেই অন্য। আসলে নন্দীগ্রামের সাধারণ মানুষের পাশে বসে অদিতির গান শুনতে চাইছিলেন কুণাল। গানের সময় মঞ্চের সামনে শ্রোতাদের সঙ্গে মাটিতে বসে পড়েন তিনি। দলের বিধায়কের গান শোনেন সঙ্গীতপ্রিয় কুণাল ঘোষ। তিনি নিজেও সুগায়ক। গানের মাঝে মাঝে নন্দীগ্রামের মহিলারা সরকারি প্রকল্পের টাকা ঠিকমতো পাচ্ছেন কি না তা জেনে নিতে ভোলেননি তৃণমূল মুখপাত্র। সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শোনেন একেবারে ঘরের ছেলের মতো পাশে বসে। তৃণমূল মুখপাত্রের এই আচরণ দেখে অভিভূত স্থানীয়রা। অদিতি যখন গান গেয়ে দর্শকদের মুগ্ধ করছেন, তখন নিবিড় জনসংযোগের মাধ্যমে তাঁদের মন ছুঁয়ে গেলেন কুণাল ঘোষ।

আরও পড়ুন- ‘বিশ্বাসঘাতক’ বিজেপির বিরুদ্ধে এবার সর্বাত্মক আন্দোলনের ডাক দিল নন্দীগ্রাম

 

 

Previous article‘বিশ্বাসঘাতক’ বিজেপির বিরুদ্ধে এবার সর্বাত্মক আন্দোলনের ডাক দিল নন্দীগ্রাম
Next articleBreakfast news : ব্রেকফাস্ট নিউজ