শীতের (Winter) বিদায় কি হয়ে গেছে? এই প্রশ্নের ঘোরাফেরা করছে বাঙালির মনে। বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারি রাজ্যের তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস, ১০ ফেব্রুয়ারি সেই তাপমাত্রা (Temperature) খানিকটা কমে গিয়ে দাঁড়ায় ১৬.৮ ডিগ্রি। আজ অর্থাৎ শনিবার প্রায় ১৯.২ ডিগ্রিতে চড়ল পারদ।

সপ্তাহ শেষে পারদ পতনের সম্ভাবনার কথা হাওয়া অফিস জানালেও আপাতত সেই লক্ষণ চোখে পড়ছে না। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যেমন উত্তর দক্ষিণ ২৪ পরগনা , কলকাতা , হাওড়া , পূর্ব মেদিনীপুর , নদীয়া এবং মুর্শিদাবাদে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। আজ এবং কাল তাপমাত্রা বাড়বে। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকলেও বৃষ্টির পূর্বাভাস নেই।
