রঞ্জি ফাইনালে বাংলা, ট্রফি জয়ই লক্ষ‍্য কোচ থেকে অধিনায়কের, দলকে শুভেচ্ছা সিএবি সভাপতির

বাংলার অধিনায়ক মনোজ তিওয়াড়ি বলেন," খুব খুশি আমারা ফাইনালে গিয়েছি। ছেলেরা খুব ভালো খেলেছে।

রঞ্জি ট্রফির ফাইনালে বাংলা। সেমিফাইনালে মধ্যপ্রদেশকে ৩০৬ রানে হারিয়েছে মনোজ তিওয়াড়ির দল। ফাইনালে ঘরের মাঠে বাংলার সামনে সৌরাষ্ট্র। ফাইনালে উঠলেও এখনই উচ্ছ্বাসে ভাসতে রাজি নন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা। বললেন, আমরা আনন্দে মেতে ওঠার মতো কিছু করিনি।

এদিন ম‍্যাচ শেষে বাংলার কোচ বলেন,” আমরা আনন্দে মেতে ওঠার মতো কিছু করিনি। এটা আরও একটা ম্যাচ জয়। আমি আগেও বলেছি আবার বলছি, এখনও রঞ্জি শেষ হয়নি। আমাদের লক্ষ্য ট্রফি জয়। সেটা এখনও বাকি আছে। ঘরের মাঠে ইডেনে খেলা হবে। আমাদের লক্ষ্য এখন সেটাই। আমি শুধু আমার ছেলেদের ভালো খেলতে বলেছি যেটা মনোজ তিওয়াড়ির নেতৃত্বে ওরা সেটাই করেছে।”

বাংলার অধিনায়ক মনোজ তিওয়াড়ি বলেন,” খুব খুশি আমারা ফাইনালে গিয়েছি। ছেলেরা খুব ভালো খেলেছে। আমাদের লক্ষ‍্য ট্রফি জয়। ঘরের মাঠে চ‍্যাম্পিয়ন হওয়াই লক্ষ‍্য আমাদের।”

তিন বছর পর রঞ্জি ট্রফির ফাইনালে উঠেছে বাংলা। উচ্ছ্বসিত সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। এদিন তিনি বলেন,” আমি অভিনন্দন জানাই গোটা বাংলা দলকে রঞ্জি ফাইনালে যাওয়ার জন‍্য। দল দারুণ খেলেছে। আমি চাই এই ধারাবাহিকতা ফাইনালে দল বজায় রাখুক। ”

আরও পড়ুন:পাঁচ-পাঁচটি সোনার পদক জিতলেন বেদান্ত মাধবন, গর্বিত বাবা আর মাধবন