৯২ বছর বয়সে প্রয়াত রেখা চট্টোপাধ্যায় (Rekha Chatterjee)। ‘সোনার কেল্লা’ (Sonar Kella) ছবিতে ‘তোপসে’র মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তাঁর আরেক পরিচয় তিনি সত্যজিতের পুত্রবধূ ললিতা রায়ের (Lalita Ray) মা ।

সন্দীপ রায়ের (Sandip Ray) শাশুড়ি ‘সোনার কেল্লা’ ছবিতে একটি ছোট্ট রোলে অভিনয় করেছিলেন। নিজের ছবিতে বেয়ানকে অভিনয়ের সুযোগ করে দিয়েছিলেন স্বয়ং সত্যজিৎ (Satyajit Ray)। বাংলা ছবির জগতে তাঁর অভিনয় আজও প্রশংসিত। তাঁর মৃ**ত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা পোস্ট করেছেন শিল্পী থেকে অনুরাগী প্রত্যেকেই।
