চরম নৃ*শংস BSF! প্রেমকুমারে পোস্ট*মর্টেমের রিপোর্টে ‘প্রমাণ’

কোচবিহারের জনসভা থেকেই নিহত রাজবংশী যুবক প্রেমকুমার বর্মণের (Premkumar Barman) পোস্ট*মর্টেমের রিপোর্ট দেখিয়ে ছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জানিয়ে ছিলেন ১৮০ টি ছররা বুলেট মিলেছিল প্রেমকুমারের দেহ থেকে। শুধুমাত্র রাজনৈতিক গিমিকের জন্য তিনি যে একথা বলেননি তা প্রকাশ পেল রাজবংশী যুবকের পোস্টমর্টেম রিপোর্ট (Post mortem Report ) সঙ্গে শেষ ছবি থেকে। সেখানে বিএসএফের চরম নৃ*শংসতার প্রমাণ মিলল।

কোচবিহারের ২৩ বছরের তরতাজা যুবক প্রেমকুমার বর্মনে কী নৃশংস ভাবে বিএসএফ গুলি করে খুন করেছে তার প্রমাণ পোস্টমর্টেম রিপোর্ট। প্রকাশিত হয়েছে তাঁর দেহের ছবি। সেখানে দেখা যাচ্ছে, প্রেমকুমারের শরীর ফালা ফালা করে দিয়েছে ১৮০ টি ছররা বুলেট। সেই ছবি দেখলে শিউরে উঠতে হয়। দুদিন আগে কোচবিহারের মাথাভাঙার সভায় প্রেমকুমারের মা- বাবা ও ভাইকে সামনে রেখে সেই বীভৎসতার কথাই বলেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

BSF-এর নৃসংশতায় একজন নিরীহ যুবকের প্রাণ গেলেও একবারও বিএসএফ কিংবা BJP-র তরফে কেউ পরিবারের পাশে দাঁড়ানো তো দূর অস্ত, তাঁর বাড়িতে গিয়ে প্রেমকুমারের পরিবারের সঙ্গে দেখা করেনি। অভিষেক সভায় স্পষ্ট জানিয়েছেন, এর শেষ দেখে ছাড়বেন। প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাবেন। যতদূর যেতে হয় যাবেন। বিজেপি ভোটের আগে, এক কথা বলে আর ভোটের পর সেকথা বেমালুম ভুলে যায়। বিজেপির মেকি রাজবংশী দরদ, আদিবাসী দরদ, চা শ্রমিক দরদের মুখোশ খুলে দিয়েছে এই রিপোর্ট।

আরও পড়ুন- Entertainment : প্রেমিকার ঠোঁটে ঠোঁট রেখে বিচ্ছেদের ঘোষণা অঙ্কুশের, উদ্বিগ্ন আবির- প্রসেনজিৎ !