Monday, November 3, 2025

মাড়গ্রামে মৃ*ত তৃণমূল কর্মীদের বাড়িতে শতাব্দী! পরিবারকে সরকারি চাকরির আশ্বাস সাংসদের

Date:

মাড়গ্রামে (Margram) বোমাবাজির ঘটনায় মৃত তৃণমূল নেতাদের (TMC Leaders) পরিবারের সঙ্গে দেখা করলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় (Shatabdi Roy)। সোমবার পরিবারের একজনকে সরকারি চাকরির আশ্বাস দেন তিনি। সোমবার সকালেই মাড়গ্রামে নিহত দুই তৃণমূল কর্মী নিউটন শেখ (Newton Seikh) ও লাল্টু শেখের (Laltu Seikh) বাড়িতে যান সাংসদ। সেখানে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি তাঁদের সমস্ত অভাব অভিযোগের কথা শোনেন তিনি। এরপরই শতাব্দী জানান, দু’টি পরিবারই তাঁদের অবিভাবক হারিয়ে বর্তমানে অসহায় হয়ে পড়েছেন। তাই এই পরিবারের একজন যাতে সরকারি চাকরি পান সেই বিষয়টি আমি দেখব। বিষয়টি নিয়ে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) জানাবেন এবং তাঁরা যাতে দ্রুত চাকরি পান সেই বিষয়টি তিনি তদারকি করবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, কিছুদিন আগে আচমকাই উত্তপ্ত হয়ে উঠেছিল বীরভূমের রামপুরহাটের মাড়গ্রামের ধুলফেলা গ্রাম। মাড়গ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ভুট্টো শেখের ভাই লাল্টু শেখ, তাঁর বন্ধু নিউটন শেখ ও সুজাউদ্দিন নামে তিন তৃণমূল কর্মীকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে। দুর্ঘটনায় মৃত্যু হয় দুজনের। ঘটনায় স্থানীয় কংগ্রেস নেতা (Congress Leader) সুজাউদ্দিন, তার ছেলে শেখ লাকি, শেখ বাপির দিকে আঙুল ওঠে। পরবর্তীতে তাদের গ্রেফতার করে পুলিশ। এরপরই তল্লাশি চালিয়ে মূল অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হয় ৩ ব্যাগ বোমা।

তবে এদিন মৃতদের পরিবারের সঙ্গে দেখা করার পর মাড়গ্রাম থানায় যান সাংসদ শতাব্দী রায়। ইতিমধ্যে খুনের ঘটনায় মূল অভিযুক্ত সহ সাতজন অভিযুক্ত গ্রেফতার হয়েছে। পাশাপাশি বাকী অভিযুক্তদেরও শীঘ্রই গ্রেফতারের দাবি জানান তিনি। পাশাপাশি রবিবারই বিস্ফোরক মন্তব্য করেছিলেন কাজল শেখ। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি জানিয়েছেন, জেলে বসেই নাকি বীরভূমের দায়িত্ব সামলাচ্ছেন অনুব্রত মণ্ডল। আর এই বিষয়ে সাংবাদিকরা শতাব্দী রায়কে প্রশ্ন করলে তিনি বলেন, তিনি কাজলের সঙ্গে এই বিষয়ে কথা বলবেন।

 

 

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version