Sunday, August 24, 2025

বারাণসীতে নামতে দেওয়া হলো না রাহুলের বিমান, মোদিকে তোপ কংগ্রেসের

Date:

ওয়েনাড় থেকে বারাণসীতে(Banaras) যাওয়ার কথা ছিল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর(Rahul Gandhi)। তবে বারাণসীতে অবতরণের অনুমতি দেওয়া হল না কংগ্রেসের(Congress) প্রাক্তন সভাপতিকে। এই ঘটনায় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও(Narendra Modi) কংগ্রেস। অভিযোগ করা হলো রাহুলকে ভয় পাচ্ছেন মোদি। যার ফলে বারাণসীতে ঢুকতে দেওয়া হচ্ছে না তাঁকে।

মঙ্গলবার কাশী বিশ্বনাথ মন্দিরে প্রার্থনা করার কথা ছিল রাহুলের। যার জেরেই সোমবার বারাণসীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। তবে সেই বিমান অবতরণের অনুমতি দেওয়া হয়নি। এই ঘটনায় কংগ্রেসের অভিযোগ, রাষ্ট্রপতির সফরের অজুহাত দিয়ে রাহুলকে নামতে দেওয়া হয়নি বারাণসীতে (Varanasi)। উত্তরপ্রদেশের কংগ্রেস নেতা অজয় রাই অভিযোগ করেছেন, ওরা রাষ্ট্রপতির সফরকে অজুহাত হিসাবে ব্যবহার করছে। সোমবার রাতে রাহুল গান্ধীর বিমান নামার কথা ছিল বারাণসীতে। কিন্তু ইচ্ছাকৃতভাবে বিমান নামার অনুমতি দেওয়া হয়নি। কংগ্রেসের দাবি, রাহুল যেদিন থেকে সফলভাবে ভারত জোড়ো যাত্রার নেতৃত্ব দিয়েছেন। সেদিন থেকে প্রধানমন্ত্রী আতঙ্কে ভুগছেন। সেকারণেই রাহুলকে বিব্রত করা হচ্ছে।

অবশ্য এই ঘটনা প্রসঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রাহুলের বিমান নামার অনুমতি দেওয়া হয়নি কারণ ওই সময় রাষ্ট্রপতির সফরের জন্য এয়ার ট্রাফিক প্রভাবিত হচ্ছিল। বিমান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছিল। উল্লেখ্য, সোমবার রাতেই বারাণসী গিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার দিনভর একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...
Exit mobile version