Sunday, August 24, 2025

পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন। উত্তরের পরে এবার জঙ্গলমহল সফরে তৃণমূল (TMC) সভানেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তিনদিনের সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। বুধবার, বিকেলে রওনা হবেন মুখ্যমন্ত্রী। তার আগে বেলা সাড়ে ১২টা নাগাদ বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে মুখ্য তথ্য কমিশনার নিয়োগের বৈঠক ডাকা হয়েছে।

একনজরে মুখ্যমন্ত্রী সফরসূচি-
• ১৫ ফেব্রুয়ারি দুপুর ৩টে নাগাদ জামশেদপুর থেকে রাঁচি হয়ে হেলিকপ্টারে পুরুলিয়ায় পৌঁছবেন।
• ওইদিন পুরুলিয়ার সার্কিট হাউসে রাত্রিবাস।
• ১৬ ফেব্রুয়ারি বেলা ১২টায় পশ্চিম মেদিনীপুর কলেজের মাঠে প্রশাসনিক জনসভা।
• দুপুর ২টোয় পুরুলিয়ার শিমুলিয়া ব্যাটারি গ্রাউন্ডেও জনসভা।
• রাতে পুরুলিয়া সার্কিট হাউসে রাত্রিবাস।
• ১৭ ফেব্রুয়ারি, বেলা ১১টা নাগাদ হেলিকপ্টারে পুরুলিয়া থেকে বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা।
• বেলা ১২টা নাগাদ বাঁকুড়াতেও প্রশাসনিক জনসভা।

পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান পৌঁছে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমের জেলায় নিজেই পৌঁছতে চাইছেন তৃণমূল সুপ্রিমো। ঘরে ঘরে পরিষেবা পৌঁছে দিতে এবং অভাব-অভিযোগ শুনতে বাড়ি বাড়ি যাচ্ছন ‘দিদির দূত’রা।

আরও পড়ুন- আকাশে অজানা বস্তু, এলিয়েন জল্পনার মাঝেই বিবৃতি হোয়াইট হাউসের

বুধবার, বাজেট অধিবেশনের আগে বেলা সাড়ে ১২টা নাগাদ বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে মুখ্য তথ্য কমিশনার নিয়োগের বৈঠক ডাকা হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা এবং পরিষদীয় মন্ত্রীর থাকার কথা। মমতা, শোভনদেবের পাশাপাশি ওই বৈঠকে যোগ দেওয়ার কথা বিরোধী দলনেতাও। এখন সেই বৈঠকের কী হয় সেটার দিকে নজর সব মহলের।

 

 

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...
Exit mobile version