গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে ১৫ বছরের বেশি পুরোনো গাড়ি চালানো যাবে না।যার নিট ফল, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এনবিএসটিসি)-এর তরফে ১৮৯টি বাস আর রাস্তায় নামানো সম্ভব হবে না। বিপুল সংখ্যক এই বাস বাতিল হয়ে যাওয়ায় রীতিমতো বিপাকে এনবিএসটিসি ।
এনবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, বাতিল হওয়া বাসগুলির মধ্যে আপাতত ৩৯টিকে নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে নিগম। বাকি ১৫০ টি বাস ১৫ বছরের বেশি পুরনো হলেও তা নিলামে কবে তোলা হবে , সেই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি পরিবহণ নিগমের তরফে। সংস্থা সূত্রে জানা গিয়েছে, বর্তমানে তাদের কাছে ৯০৪ টি বাস রয়েছে। এরমধ্যে প্রতিদিন রাস্তায় নামে ৬০০-র মতো বাস। বাকি বাসগুলি ঘুরিয়ে ফিরিয়ে চালানো হয়।
এরই পাশাপাশি, রিজার্ভে থাকা বাসগুলির মধ্যে বেশ কয়েকটি বাস বেসরকারি সংস্থার মাধ্যমে চালিয়ে লাভের মুখ দেখেছে সংস্থা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম সূত্রে জানা গিয়েছে, সংস্থার ৫০টি বাস বেসরকারি এজেন্সির মাধ্যমে চালানো হয়। এজেন্সির তরফেও আরও বেশকিছু বাস চালানোর অনুমতি চাওয়া হয়েছে।
পরিবহণ নিগম কর্তাদের দাবি, আগে প্রতিবছর পরিবহণ দফতরের তরফে এনবিএসটিসি-কে বাস দেওয়া হত। কিন্তু ২০১৯ সালের পর থেকে নতুন করে কোনও বাস দেওয়া হয়নি। ব্যাটারিচালিত বাস দেওয়ার কথা থাকলেও সেটাও এখনও মেলেনি।জানা গিয়েছে, এনবিএসটিসির প্রতিদিন প্রায় ১ লক্ষ এর বেশি যাত্রী গড়ে যাতায়াত করেন।
