Thursday, December 4, 2025

গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে বাতিল ১৮৯টি বাস, বিপাকে এনবিএসটিসি

Date:

Share post:

গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে ১৫ বছরের বেশি পুরোনো গাড়ি চালানো যাবে না।যার নিট ফল, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এনবিএসটিসি)-এর তরফে ১৮৯টি বাস আর রাস্তায় নামানো সম্ভব হবে না। বিপুল সংখ্যক এই বাস বাতিল হয়ে যাওয়ায় রীতিমতো বিপাকে এনবিএসটিসি ।
এনবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, বাতিল হওয়া বাসগুলির মধ্যে আপাতত ৩৯টিকে নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে নিগম। বাকি ১৫০ টি বাস ১৫ বছরের বেশি পুরনো হলেও তা নিলামে কবে তোলা হবে , সেই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি পরিবহণ নিগমের তরফে। সংস্থা সূত্রে জানা গিয়েছে, বর্তমানে তাদের কাছে ৯০৪ টি বাস রয়েছে। এরমধ্যে প্রতিদিন রাস্তায় নামে ৬০০-র মতো বাস। বাকি বাসগুলি ঘুরিয়ে ফিরিয়ে চালানো হয়।
এরই পাশাপাশি, রিজার্ভে থাকা বাসগুলির মধ্যে বেশ কয়েকটি বাস বেসরকারি সংস্থার মাধ্যমে চালিয়ে লাভের মুখ দেখেছে সংস্থা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম সূত্রে জানা গিয়েছে, সংস্থার ৫০টি বাস বেসরকারি এজেন্সির মাধ্যমে চালানো হয়। এজেন্সির তরফেও আরও বেশকিছু বাস চালানোর অনুমতি চাওয়া হয়েছে।
পরিবহণ নিগম কর্তাদের দাবি, আগে প্রতিবছর পরিবহণ দফতরের তরফে এনবিএসটিসি-কে বাস দেওয়া হত। কিন্তু ২০১৯ সালের পর থেকে নতুন করে কোনও বাস দেওয়া হয়নি। ব্যাটারিচালিত বাস দেওয়ার কথা থাকলেও সেটাও এখনও মেলেনি।জানা গিয়েছে, এনবিএসটিসির প্রতিদিন প্রায় ১ লক্ষ এর বেশি যাত্রী গড়ে যাতায়াত করেন।

 

spot_img

Related articles

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার...

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...

অ্যাপ দিয়ে ফোনে আড়ি পাতা! চাপের মুখে ‘সঞ্চার সাথি’ নিয়ে পিছু হঠল কেন্দ্র

পেগাসাস মামলা এখনও কেন্দ্রের বিজেপি সরকারের পিছু ছাড়েনি। আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে যোগসাজশ করে ফোনে আড়ি পাতা বা ব্যক্তিগত...

জঘন্য বোলিং- হতশ্রী ফিল্ডিংয়ের যুগলবন্দিতে ম্যাচ হারল ভারত, ঐতিহাসিক জয় বাভুমাদের

আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ না ক্লাব স্তরের খেলা ভারতীয় বোলিং (Indian Bowling) দেখে তা বোঝা দায়। এই বোলারদের নিয়ে...