Wednesday, November 12, 2025

মুখে ৫০০ টাকার নোট সেঁটে ঘুরছেন শুভেন্দু! কুণাল বললেন “ও টাকা সারদা-নারদার”!

Date:

আজ , বুধবার ছিল ২০২৩-২৪ অর্থবর্ষের রাজ্য বাজেট। এদিন প্রোটোকল মেনে যখন বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ঠিক তখনই বিধানসভার অন্য লনে সং সেজে ঘুরে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বাজেট বক্তৃতায় অংশ পর্যন্ত নেননি। তবে বেশকিছু বিজেপি বিধায়ক বাজেট বক্তৃতায় হাজির ছিলেন।

এদিন বাজেট বক্তৃতার আগে থেকেই নেতিবাচক ভূমিকা পালন করবে রাজ্যের প্রধান ও একমাত্র বিরোধী দল সেটা যেন আগে থেকেই ঠিক ছিল। তাই শুভেন্দুর পাশাপাশি বাকি সমস্ত বিজেপি বিধায়ককে অভিনব সাজে দেখা গেল বুধবারের বাজেট অধিবেশনে। দেখা গেল সবার মুখে নীল রঙের মাস্ক। তার উপর সাঁটা রয়েছে একটি ৫০০ টাকার নোট।

কিন্তু কেন?

মুখে না বললেও বঙ্গ বিজেপি সূত্রে খবর শুভেন্দুদের দাবি, রাজ্য সরকারের জনমুখী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকা দিয়ে বাংলার মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করছে রাজ্য সরকার। তার প্রতিবাদেই নাকি মাস্কের উপর ৫০০ টাকার নোট সেঁটে বিধানসভার বাজেট অধিবেশনে এসেছেন তাঁরা।

এদিকে, বাজেট অধিবেশনে অনুপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেসময় তাঁকে অন্য রূপে দেখা গিয়েছে। মুখঢাকা মাস্কে ৫০০ টাকার নোট! কী কারণে এভাবে প্রতিবাদ, তা অজ্ঞাত। এনিয়ে তিনি মুখ খোলেননি। এর পালটা দিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের টুইট, “ওই টাকা নারদা কিংবা সারদার”।

আরও পড়ুন- সাহস পেলেন কী করে? শ্যামসুন্দরকে কড়া জবাব কুণালের কলমে

অন্যদিকে, মেঘালয় ও ত্রিপুরায় বাংলার প্রকল্প নকল করেই আপাতত ইস্তেহার প্রকাশ করে কোনওরকমে ভোট বৈতরণী পার হতে চাইছে গেরুয়া শিবির। মেঘালয়ে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি, “কন্যাসন্তান জন্মালেই দেওয়া হবে ৫০ হাজার টাকা।” ত্রিপুরায় নাড্ডারা বলছেন, ”বালিকা সমৃদ্ধি স্কিম – কন্যা সন্তানের জন্মের জন্য আর্থিকভাবে দুর্বল অংশ থেকে প্রতিটি পরিবারকে ৫০,০০০-এর একটি বন্ড”। অর্থাৎ, বিজেপির দিল্লির শীর্ষ নেতারা যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রকল্পের কপি করছেন, ঠিক সেই সময় শুভেন্দু ঘুরিয়ে সেটাকেই কটাক্ষ করছেন।

তৃণমূল অবশ্য জবাব দিতে ছাড়েনি। বাংলার শাসক দলের অনেক নেতার বক্তব্য, “ওদের কিছু বলার নেই বলে ওরা জোকার সেজে এসেছিল। এদিন লক্ষ্মীর ভাণ্ডারের এক্সটেনশন প্রকল্প ঘোষণা করা হয়েছে বাজেটে। বলা হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারে নাম রয়েছে এমন মহিলাদের বয়স ৬০ বছর হয়ে গেলে তাঁরা এমনিই বার্ধক্যভাতা হিসেবে এক হাজার টাকা পাবেন। নতুন করে তাঁদের আর আবেদন করতে হবে না”।

 

 

Related articles

ভারতীয় শিবির ছাড়লেন তারকা অল-রাউন্ডার, ব্যাটিং গভীরতা বৃদ্ধিতে জোর

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর দুই দিন আগে ব্যাটিং গভীরতা বৃদ্ধির মহড়ার ভারতের।বুধবার দুপুরে অনুশীলন ছিল ভারতের।...

আগামী বছর জাপানে যাবেন: ডিলিট সম্মান প্রদান অনুষ্ঠানে বাংলা-জাপান সুসম্পর্কের কথা তুলে ধরে জানালেন মুখ্যমন্ত্রী

আগামী বছর জাপানে যাবেন। বুধবার, ধনধান্য স্টেডিয়ামে জাপানের (Japan) ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের (Okayama University) তরফে সাম্মানিক ডিলিট প্রদান অনুষ্ঠানে...

ইউনুসের আমলে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট বাংলাদেশের! দেশে ফেরা নিয়ে কী বললেন হাসিনা

ফের বাংলাদেশের ইউনুস সরকারের বিরুদ্ধে মুখ খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনও ভারতেই রয়েছেন তিনি। নিজের দেশ, বাংলাদেশে...

দেশে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে ফাজিল! ফলপ্রকাশের পরে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

দেশের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম মাদ্রাসার দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছে সেমেস্টার পদ্ধতিতে। উচ্চ মাধ্যমিকের মতো মাদ্রাসার ফাজিল ২০২৬-এর পরীক্ষা...
Exit mobile version