Tuesday, November 4, 2025

হিটলারকেও হার মানাবে স্বৈরাচারী বিজেপি! বিবিসি ইস্যুতে মন্তব্য মুখ্যমন্ত্রীর

Date:

”বিজেপির (BJP) একটাই মতবাদ, স্বৈরাচার! ওরা হিটলারের (Hitler) থেকেও বেশি…”, বিবিসি (BBC) ইস্যুতে আজ, বুধবার বিধানসভায় (Assembly) এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ”রাজনৈতিক প্রতিহিংসা” দাবি করে বিবিসি দফতরে আয়কর হানায় কেন্দ্রের মোদি সরকারকে (Modi Government) নিশানা করলেন মুখ্যমন্ত্রী। বললেন, ”এটা খুবই দুর্ভাগ্যজনক। যদি বেআইনি কিছু হয়ে থাকে, তাহলে চিঠি দিতে পারত, কথা বলতে পারত”।

গুজরাট (Gujrat) হিংসা ও নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসি’র তথ্যচিত্র নিয়ে উত্তাল গোটা দেশ। কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রের শাসক দলের কোপে ব্রিটিশ মিডিয়া। বিবিসি’র তথ্যচিত্র নিয়ে দেশজুড়ে আগ্রহ বাড়তেই স্বৈরাচারী মনোভাব দেখাতে শুরু করেছে কেন্দ্রের বিজেপি সরকার।

কার্যত রাজনৈতিক প্রতিহিংসা থেকে দিল্লি ও মুম্বইয়ে “ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন”র (British Broadcasting Corporation) দফতরে হানা আয়কর দফতরের। রাতভর তল্লাশি চলে সংবাদ সংস্থার অফিসে। তল্লাশি চলাকালীন বিবিসি কর্মীদের দফতরের মধ্যেই আটকে রাখার নির্দেশ দেন আয়কর দফতরের আধিকারিকরা। এমনকী, অফিসে ঢুকতে বা বেরোতেও দেওয়া হয়নি কাউকে!

আয়কর দফতরের দাবি, আন্তজার্তিক আয়করের ট্রান্সফার প্রাইসিংয়ের (Transfer Pricing) নিয়ম মানছে না বিবিসি! গত কয়েক মাসে একাধিক নোটিশ পাঠিয়ে সংস্থা মুনাফা সংক্রান্ত বেশ কিছু তথ্য জানতে চাওয়া হয়েছিল। কিন্তু সেই তথ্য জানায়নি বিবিসি। যদিও আচমকা আয়কর হানাকে প্রতিহিংসা হিসেবেই দেখছে বিরোধীরা। এদিন বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কেন বিবিসিকে নিশানা করল? আমি বেআইনি কিছু সমর্থন করছি না। কিন্তু বিশ্বাস করি না যে, বিবিসি সরকারের বিরুদ্ধে কিছু করছে, সেকারণেই রাতারাতি এভাবে অভিযান শুরু করল। এটা কাম্য নয়। এটা খুবই দুর্ভাগ্যজনক। এটা রাজনৈতিক প্রতিহিংসা। বিজেপি শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা মাধ্যমে সরকার চালাচ্ছে। একটাই মতবাদ, স্বৈরাচার! ওরা হিটলারের থেকেও বেশি”।

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version