Thursday, August 21, 2025

হিটলারকেও হার মানাবে স্বৈরাচারী বিজেপি! বিবিসি ইস্যুতে মন্তব্য মুখ্যমন্ত্রীর

Date:

”বিজেপির (BJP) একটাই মতবাদ, স্বৈরাচার! ওরা হিটলারের (Hitler) থেকেও বেশি…”, বিবিসি (BBC) ইস্যুতে আজ, বুধবার বিধানসভায় (Assembly) এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ”রাজনৈতিক প্রতিহিংসা” দাবি করে বিবিসি দফতরে আয়কর হানায় কেন্দ্রের মোদি সরকারকে (Modi Government) নিশানা করলেন মুখ্যমন্ত্রী। বললেন, ”এটা খুবই দুর্ভাগ্যজনক। যদি বেআইনি কিছু হয়ে থাকে, তাহলে চিঠি দিতে পারত, কথা বলতে পারত”।

গুজরাট (Gujrat) হিংসা ও নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসি’র তথ্যচিত্র নিয়ে উত্তাল গোটা দেশ। কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রের শাসক দলের কোপে ব্রিটিশ মিডিয়া। বিবিসি’র তথ্যচিত্র নিয়ে দেশজুড়ে আগ্রহ বাড়তেই স্বৈরাচারী মনোভাব দেখাতে শুরু করেছে কেন্দ্রের বিজেপি সরকার।

কার্যত রাজনৈতিক প্রতিহিংসা থেকে দিল্লি ও মুম্বইয়ে “ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন”র (British Broadcasting Corporation) দফতরে হানা আয়কর দফতরের। রাতভর তল্লাশি চলে সংবাদ সংস্থার অফিসে। তল্লাশি চলাকালীন বিবিসি কর্মীদের দফতরের মধ্যেই আটকে রাখার নির্দেশ দেন আয়কর দফতরের আধিকারিকরা। এমনকী, অফিসে ঢুকতে বা বেরোতেও দেওয়া হয়নি কাউকে!

আয়কর দফতরের দাবি, আন্তজার্তিক আয়করের ট্রান্সফার প্রাইসিংয়ের (Transfer Pricing) নিয়ম মানছে না বিবিসি! গত কয়েক মাসে একাধিক নোটিশ পাঠিয়ে সংস্থা মুনাফা সংক্রান্ত বেশ কিছু তথ্য জানতে চাওয়া হয়েছিল। কিন্তু সেই তথ্য জানায়নি বিবিসি। যদিও আচমকা আয়কর হানাকে প্রতিহিংসা হিসেবেই দেখছে বিরোধীরা। এদিন বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কেন বিবিসিকে নিশানা করল? আমি বেআইনি কিছু সমর্থন করছি না। কিন্তু বিশ্বাস করি না যে, বিবিসি সরকারের বিরুদ্ধে কিছু করছে, সেকারণেই রাতারাতি এভাবে অভিযান শুরু করল। এটা কাম্য নয়। এটা খুবই দুর্ভাগ্যজনক। এটা রাজনৈতিক প্রতিহিংসা। বিজেপি শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা মাধ্যমে সরকার চালাচ্ছে। একটাই মতবাদ, স্বৈরাচার! ওরা হিটলারের থেকেও বেশি”।

 

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version