“মন্দিরে ভজন বন্ধ না করলে…” এবার মেলবোর্নে পুরোহিতকে হুমকি

গত কয়েকদিনে বিদেশে নানা জায়গায় হামলার মুখে পড়েছে হিন্দু মন্দির(Hindu temple)। এবার অস্ট্রেলিয়ার(Australia) এক কালীমন্দিরের পুরোহিতকে ফোন করে হুমকি দিল খলিস্তানিরা(Khalistan)। হুমকি দেওয়া হয়েছে, মন্দিরে ভজন বন্ধ করুন, নয়তো ফল ভাল হবে না। স্বাভাবিকভাবেই এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এই ঘটনার পেছনে রয়েছে খালিস্থানি নিষিদ্ধ সংগঠন।

মেলবোর্নের কালী মাতা টেম্পলের প্রধান পুরোহিত ভাবনা জানিয়েছেন, তাঁর কাছে একটি ফোন আসে। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁকে হুমকি দিয়ে বলে, মন্দিরের ভজন বন্ধ করতে হবে। নয়তো ফল ভাল হবে না। পুরোহিত বলেন, “এটা তো মা কালীর মন্দির, গুরু মহারাজও এখানে প্রার্থনা করতেন। তাহলে এখানে ভজন হবে না কেন?” জবাবে ওই ব্যক্তি সাফ জানিয়ে দেয়, ভজনের ফল কী হবে শুধু সেটুকুই বলে দেওয়া তার কাজ ছিল। কোনও প্রশ্নের উত্তর দিতে রাজি হয়নি সে। এই কথা শুনে স্বভাবতই ভয় পেয়ে যান ভাবনা। গোটা ঘটনা প্রশাসনকে জানানো হলো এখনো কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি।

প্রসঙ্গত, মেলবোর্নেই ইসকন মন্দিরের দেওয়ালে খলিস্তানি স্লোগান লেখা হয়েছিল সম্প্রতি। মন্দিরে হামলার প্রতিবাদ মিছিলেও হামলা চালিয়েছে খলিস্তানিরা। হিন্দু বিদ্বেষী ঘটনা ক্রমেই বাড়ছে অস্ট্রেলিয়াতে। সব মিলিয়ে উদ্বিগ্ন স্থানীয় প্রশাসন।