রঞ্জি ট্রফির ফাইনালে প্রথম দিনেই ব‍্যাটিং বিপর্যয় বাংলার, দিনের শেষে ২ উইকেট হারিয়ে ৮১ রান সৌরাষ্ট্রের

শাহবাজ এবং অভিষেক পোড়েল দুজনেই করেন অর্ধশতরান। ৬৯ রান করেন শাহবাজ আহমেদ। ৫০ রান করেন অভিষেক পোড়েল।

রঞ্জি ট্রফির ফাইনালে প্রথম দিনেই ব‍্যাটিং বিপর্যয় বাংলার। প্রথমে ব‍্যাট করতে নেমে প্রথম দিনেই শেষ হয়ে যায় বাংলার প্রথম ইনিংস। মাত্র ১৭৪ রানে শেষ হয়ে যায় বাংলার ইনিংস। ব‍্যাট হাতে বাংলার হয়ে লড়াই করেন শাহবাজ আহমেদ এবং অভিষেক পোড়েল। দু’জনেই করেন অর্ধশতরান। দিনের শেষে ২ উইকেট হারিয়ে ৮১ রান সৌরাষ্ট্রের।

টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সৌরাষ্ট্র। ব‍্যাট করতে নেমে বাংলার ব্যাটিংয়ে শুরুতেই ধস নামে। মাত্র ২ রানে বাংলা হারায় ৩ উইকেট। শাহবাজ আহমেদ এবং অভিষেক পোড়েলের দুরন্ত ইনিংসে কিছুটা রানে ফেরে বঙ্গ ব্রিগেড। ক্রিজ আঁকড়ে পড়ে থাকেন তাঁরা। যার ফলে বাংলা ৩৪-৫ থেকে একটু ভদ্রস্থ স্কোরে পৌঁছায়। শাহবাজ এবং অভিষেক পোড়েল দুজনেই করেন অর্ধশতরান। ৬৯ রান করেন শাহবাজ আহমেদ। ৫০ রান করেন অভিষেক পোড়েল। এই দুই ব‍্যাটার আউট হতেই রান সংখ‍্যা আর বেশি বাড়তে পারেনি বাংলার। যার ফলে মাত্র ১৭৪ রানে শেষ হয়ে যায় বাংলার ইনিংস। সৌরাষ্ট্রের হয়ে তিনটি করে উইকেট নেন জয়দেব উনাদকাট এবং চেতন শাকারিয়া। দুটি করে উইকেট নেন চীরাগ জানি এবং ডিএ জাদেজা।

জবাবে ব‍্যাট করতে নেমে দিনের শেষে সৌরাষ্ট্রের রান সংখ্যা ১৭ ওভার খেলে দুই উইকেট হারিয়ে ৮১ রান। বাংলা এগিয়ে মাত্র ৯৩ রানে। সৌরাষ্ট্রের হয়ে ৩৮ রানে অপরাজিত হারভিক দেশাই। ২ রানে অপরাজিত চেতান শাকারিয়া। বাংলার হয়ে একটি করে উইকেট নেন মুকেশ কুমার এবং আকাশদীপ। প্রথমদিন পুরোপুরি সৌরাষ্ট্রের পক্ষে গেলেও দ্বিতীয় দিনের শুরুতেই বাংলার বোলারদের লক্ষ‍্য থাকবে পর পর উইকেট তুলে নেওয়া, তাহলে খেলায় ফিরে আসবে বাংলা। আর সেই দিকেই তাকিয়ে বঙ্গ ব্রিগেড।

আরও পড়ুন:প্রয়াত কিংবদন্তী ফুটবলার তুলসীদাস বলরাম, শোকপ্রকাশ মুখ‍্যমন্ত্রীর