Friday, August 22, 2025

মোদি রাজ্যে প্রথম মহিলা প্রধান বিচারপতি! কার্যকালের মেয়াদ শুনলে অবাক হবেন

Date:

মুখেই বেটি বাঁচাও, বেটি পড়াও স্লোগান। কাজে তার কোনও প্রতিফলন দেখানো তো দূরের কথা তার কাছাকাছিও যায় না বিজেপির (BJP) শীর্ষ নেতৃত্ব। তবে এই নিয়ে লাগাতার বিরোধীদের কড়া সমালোচনায় পড়তে হয়েছে গেরুয়া শিবিরের থিঙ্ক ট্যাঙ্ককে। তবে কী এবার কিছুটা চাপে পড়েই প্রথম মহিলা বিচারপতি (Woman Chief Justice) পেল গুজরাট (Gujrat)? সেই প্রশ্নই এখন রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। পাশাপাশি কেন্দ্র ও সুপ্রিম কোর্ট (Supreme Court of India) দ্বন্দ্ব সম্প্রতি একাধিকবার প্রকাশ্যে এসেছে। বিচারপতি নিয়োগকে কেন্দ্র করে বিস্তর জলঘোলা হলেও শেষমেশ সুপ্রিম কোর্টের কলেজিয়ামের (Collegium) প্রস্তাব মোতাবেক বিচারপতি নিয়োগে সিলমোহর দেয় কেন্দ্র। পাশাপাশি এক্ষেত্রেও তার ব্যক্তিক্রম হয়নি। কলেজিয়ামের সুপারিশ মেনেই গুজরাট পেল প্রধান মহিলা বিচারপতি। তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, মোদি রাজ্য প্রথম মহিলা বিচারপতি পেলেও তাঁর কার্যকালের মেয়াদ মাত্র ৯ দিনের।

বৃহস্পতিবার সকালে গুজরাট হাই কোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন সোনিয়া জি গোকানি (Sonia G Gokani)। এদিন রাজ্যপাল আচার্য দেবব্রত তাঁকে শপথবাক্য পাঠ করান। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও (Bhupendra Parel)। তবে এদিনের অনুষ্ঠানে সবচেয়ে উল্লেখযোগ্য উপস্থিতি ছিল সুপ্রিম কোর্টের অন্যতম বিচারপতি বেলা এম ত্রিবেদীর (Bela M Trivedi)।

তবে গুজরাটের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসাবে সোনিয়া গোকানির কার্যকালের মেয়াদ হবে মাত্র ৯ দিনের। আগামী ২৫ ফেব্রুয়ারি তিনি অবসর নেবেন বলে খবর। উল্লেখ্য, গুজরাট হাই কোর্টের (Gujrat High Court) প্রধান বিচারপতি অরবিন্দ কুমারকে (Aravind Kumar) সুপ্রিম কোর্টে সম্প্রতি নিয়োগ করা হয়েছে। আর সেকারণেই গুজরাটে একজন প্রধান বিচারপতির অত্যন্ত প্রয়োজন ছিল। সেই মতো সুপ্রিম কোর্টের কলেজিয়াম গত ৯ ফেব্রুয়ারি বিচারপতি সোনিয়া গোকানির নাম সুপারিশ করে।

 

 

 

Related articles

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...
Exit mobile version