Saturday, August 23, 2025

ভোট দিলেন প্রাক্তন-বর্তমান মুখ্যমন্ত্রী, ত্রিপুরা জুড়ে বিজেপির বিরুদ্ধে স*ন্ত্রাসের অভিযোগ

Date:

সকাল ৭টা থেকে শুরু হয়েছে ত্রিপুরার ৬০টি আসনের ভোটগ্রহণ। সকাল থেকে বুথে বুথে ভোটারদের লম্বা লাইন চোখে পড়ছে। মহিলাদের ভিড় বিশেষ ভাবে নজর কাড়ছে।
বিকেল ৪টে পর্যন্ত চলবে ভোটগ্রহণ। দিনভর ভোট প্রক্রিয়াকে অবাধ ও শান্তিপূর্ণ রাখাই চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের। এদিন সকাল সকাল ভোট দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা মানিক সরকার। সকালেই নিজের বুথে গিয়ে ভোট দেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহাও।

আরও পড়ুন:আজ ফের বিবিসির দফতরে আয়কর হানা

এদিকে কেন্দ্রীয় বাহিনী ও ভিন রাজ্যের পুলিশ দিয়ে ভোট হলেও ত্রিপুরা জুড়ে অশান্তির খবর পাওয়া যাচ্ছে। বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনেছে বিরোধীরা। শান্তিবাজারে অশান্তি নিয়ে সরব বামেরা। অভিযোগ, এই বিধানসভা কেন্দ্রের কালাছড়াতে দুই সিপিএম কর্মী আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মীদের হাতে। এই আবহে সেখানে বিরোধীরা পথ অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করে ভোটগ্রহণ চলাকালীনই। শান্তিরবাজার নিয়ে আগেই নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল বামেরা।

বিরোধীদের আরও অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সাধারণ মানুষকে ভোটদানে বাধা দিচ্ছে। তবে সেই অভিযোগ অস্বীকার করে গেরুয়া শিবিরের পালটা দাবি, বাম-কংগ্রেস জোটের ক্যাডাররা অশান্তি সৃষ্টির চেষ্টা করছে।

বিজেপির বিরুদ্ধে একই অভিযোগ খয়েরপুর বিধানসভা কেন্দ্রেও। সেখানেও ভোটারদের আটকানোর অভিযোগ গেরুয়া বাহিনীর বিরুদ্ধে। পুরনো আগরতলার খয়েরপুর বিধানসভা কেন্দ্রের নাথপাড়া এলাকায় ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠল শাসকদল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, ভোটারদের বুথে যাওয়া থেকে বিরত রাখতে লাঠি দিয়ে মারধর করা হয়। যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। ভোটারদের আটকানোর অভিযোগ উঠেছে ধনপুর বিধানসভা কেন্দ্রের ভবানীপুর ও দুর্লভপুরেও। প্রতিবাদে পথ আটকে অবরোধ করে বিরোধীরা।

 

 

Related articles

এপিক বিতরণে কড়া নজর! এবার ডিজিটাল এভিডেন্স রাখবে কমিশন 

অবৈধ ভোটার কার্ড আটকাতে নতুন উদ্যোগ নিল নির্বাচন কমিশন। ভোটার কার্ড বা এপিক এবার ভোটারের হাতে পৌঁছনোর সময়...

চলন্ত বাইকে চূড়ান্ত রোমান্স যুগলের! দিতে হল চড়া মাশুল

চলন্ত বাইকে (Bike) যুবক ও যুবতীর রোমান্স যা হার মানাবে বড় বড় বলিউড সিনেমাকে। একে অপরকে জড়িয়ে বাইকের...

রাজ্যে ভোটার তালিকা সংশোধনী, বুথ পুনর্বিন্যাসে বৈঠকে ডাক সব রাজনৈতিক দলকে

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী ঘিরে প্রস্তুতিতে নেমেছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বুথের পুনর্বিন্যাস করা হয়েছে। এবার সেই...

আইন কলেজ গণধর্ষণে ৫৮ দিনে চার্জশিট পেশ: নাম মনোজিৎ-সহ চারজনের

কসবা আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনার ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। শনিবার আলিপুর আদালতে প্রায়...
Exit mobile version