Thursday, November 6, 2025

কিছুদিন আগে দলবদলের আর্থিক তথ্যে মিথ্যাচার করে ১৫ পয়েন্ট জরিমানা হয়েছিল ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের। এবার একই ধরনের শাস্তির মুখে বার্সেলোনা। পরিস্থিতি এমনই শাস্তির ফলে লা লিগা থেকে নির্বাসিত হয়ে যেতে পারে বার্সা।

কাতালুনিয়ার ক্লাবটির বিরুদ্ধে অভিযোগ, জোসেফ মারিয়া বার্তেমেউ সভাপতি থাকাকালে পরামর্শের জন্য তৎকালীন লা লিগার রেফারিদের টেকনিক্যাল কমিটির সহসভাপতি জোসে নেগ্রেরিয়াকে ১.৪ মিলিয়ন ইউরো (১৪ লাখ ইউরো) দিয়েছে তারা। ২০১৬-১৮ সাল পর্যন্ত তিন বছর ধরে এই পরিমাণ অর্থ জরিমানা হিসেবে দিয়েছে তারা।
১৯৯৪ থেকে ২০১৮ পর্যন্ত নেগ্রেরিয়া রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনে দায়িত্ব পালন করেন। অভিযোগ, লা লিগায় একসময় রেফারির দায়িত্ব পালন করা নেগ্রেরিয়াকে তাঁর কোম্পানি ডিএএসএনআইএলের মাধ্যমে ২০১৬ সালে ৫ লাখ ৩২ হাজার ৭২৮ ইউরো, ২০১৭ সালে ৫ লাখ ৪১ হাজার ইউরো এবং ২০১৮ সালে ৩ লাখ ১৮ হাজার ২০০ ইউরো দেয় বার্সেলোনা।
সাক্ষ্য দেওয়ার সময় নেগ্রেরিয়া এবং তাঁর ছেলে অবশ্য বার্সাকে অর্থের বিনিময়ে বাড়তি সুবিধা দেওয়ার কথা অস্বীকার করেছেন। বিশেষ করে রেফারির দায়িত্ব পালনের সময় বার্সাকে বিশেষ কোনো সুবিধা দেননি বলে জানান নেগ্রেরিয়া।
তাঁদের দাবি, এই টাকা দেওয়া হয়েছিল পরামর্শক হিসেবে কাজ করার জন্য। যেখানে তাঁরা বার্সেলোনা খেলোয়াড়দের কীভাবে রেফারির সঙ্গে আচরণ করতে হয়, তা শিখিয়েছেন।
ম্যাচে কোন রেফারি দায়িত্ব পালন করছেন, তা বিবেচনায় নিয়ে কোন আচরণ করা যাবে এবং কোন আচরণ করা যাবে না, তা–ও খেলোয়াড়দের শিখিয়েছেন নেগ্রেরিয়া। বার্সা কোনো ধরনের অনৈতিক ও অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকার কথা অস্বীকার করেছে।

 

Related articles

তোমরা একা নও, পৃথিবী তোমাদের সঙ্গে আছে: ৩১ তম KIFF-এর মঞ্চে আঞ্চলিক ভাষার চলচ্চিত্রকে গুরুত্ব মুখ্যমন্ত্রীর

”আন্তর্জাতিক ছবির পাশাপাশি থাকবে দেশীয় সিনেমা এবং বোরো, টুলু-র মতো আঞ্চলিক ভাষার চলচ্চিত্রও (Cinema)। এর মাধ্যমে এমন মানুষদের...

চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকেই যুবভারতী হকি স্টেডিয়ামের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

বাংলার খেলার মুকুটে জুড়ল নয়া পালক। রাজ্য সরকারের তহবিলে তৈরি যুবভারতী হকি স্টেডিয়ামের(VYBK Hockey Stadium) উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী...

বঙ্গবিভূষণ আরতি-শত্রুঘ্ন: মঞ্চে আবেগাপ্লুত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী, মমতার ভূয়সী প্রশংসা অভিনেতা-সাংসদের

৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) উদ্বোধনের মঞ্চে বাংলার সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণ দেওয়া হল বিখ্যাত সঙ্গীতশিল্পী আরতি মুখোপাধ্যায়...

ম্যাচ আয়োজনে চূড়ান্ত ব্যর্থতা, বোর্ডের কড়া চিঠি সিএবিকে

মাত্র কয়েক মাস আগেই ক্ষমতায় এসেছে সিএবির(CAB) নতুন কমিটি। সভাপতির নাম স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু ম্যাচ আয়োজন করতে...
Exit mobile version